Surat Building Collapsed: সুরাটে ছ'তলা ভবন ধসে মৃত বেড়ে ৭, ধ্বংসস্তূপে এখনও আবাসিকদের আটকে থাকার আশঙ্কা

উদ্ধারকর্মীরা শনিবার সকালে ফের কাজ শুরু করেছে। তাঁদের আশঙ্কা এখনও, ছয়জন মতো আবাসিক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন।

সুরাট, ৭ জুনঃ সুরাটে ছ'তলা ভবন ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭, এমনটাই জানা যাচ্ছে। শনিবার দুপুরে শচীন পালি এলাকায় তাসের ঘরের মত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই বিশাল ভবনটি। স্থানীয় সূত্রে খবর, পরিচর্যার অভাবে দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়েছিল ওই ভবনটি। এক টানা বৃষ্টির জেরে হঠাৎই ভেঙে পড়ে সেটি। বিশাল ওই আবাসনের ৩০টি ফ্ল্যাটের মধ্যে মাত্র ৩-৪টি তেই ভাড়াটিয়া থাকতেন। তবে দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটায় অনেকেই সেই সময়ে বাড়ির বাইরে ছিলেন। মূলত মহিলারাই সেই সময়ে আবাসনে ছিলেন।

ছ'তলার ওই ভবনটি আচমকা ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন অনেকে। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় উদ্ধারকারী দল। কেন্দ্র এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী মিলে শুরু করে উদ্ধার কাজ। উদ্ধার কাজে হাত লাগায় দমকল কর্মীরাও। শুক্রবার গভীর রাত পর্যন্ত ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চলে। একজন মহিলাকে সুরক্ষিতভাবে উদ্ধার করা গিয়েছে। কয়েকজন মহিলাকে আহত অবস্থার বার করা হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার সকালে পাওয়া তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে মোট ৭ জনের দেহ উদ্ধার হয়েছে।

সুরাট পুলিশ কমিশনার অনুপম সিং গেহলট দুর্ঘটনাস্থল থেকে জানাচ্ছেন, ধ্বংসস্তূপের নীচ থেকে আটকে পড়া আবাসিকদের কাতর কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তিনি আরও জানান, ২০১৬-১৭ সাল নাগাদ ওই আবাসনটি তৈরি হয়েছিল ঠিকই কিন্তু ছ'তলা বিশিষ্ট ওই ভবনের মাত্র ৪-৫টিতেই ভাড়াটিয়া থাকতেন। এলাকায় কারখনায় কাজ করা শ্রমিকেরাই পরিবার নিয়ে ওই আবাসনে ভাড়া থাকতেন। পুলিশ কমিশনের আরও সংযোজন, শনিবার দুপুর ৩টে নাগাদ ভবনটি ধসে পড়েছিল। খবর পেয়ে সেখানে পৌঁছতে ধ্বংসস্তূপের নীচ থেকে আর্তনাদ কানে আসে।