Suraj Revanna: প্রজ্জ্বল রেভান্নার পর যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার ভাই সুরাজ

চলতি বছরের মে মাসে যৌন নিগ্রহের মামলায় গ্রেফতার হন সুরাজের দাদা প্রজ্জ্বল রেভান্না। দেশে ফিরতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে জেলে রয়েছেন তিনি। এখানেই শেষ নয়, এক নির্যাতিতাকে অপহরণের অভিযোগে প্রজ্জ্বল-সুরাজের বাবা এইচ ডি রেভান্নাকেও গ্রেফতার করে পুলিশ।

সুরাজ রেভান্না (ছবিঃX)

নয়াদিল্লিঃ কর্ণাটকের যৌন কেলেঙ্কারিতে নয়া মোড়। জেডিএস নেতা প্রজ্বল রেভান্নার (Prajwal Revanna)পর যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল তাঁর ছোট ভাই সুরাজ রেভান্নার (Suraj Revanna)। হাসান জেলার হলনারসিপুরা থানায় সুরজের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগকারিনী তাঁর বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগ এনেছেন। জেডিএস (JDS) পার্টিরই কর্মী তিনি। পুলিশ সুরাজের বিরুদ্ধে আইপিসির ৩৭৭, ৩৪২, ৫০৬ এবং ৩৪ ধারায় মামলা রুজু করেছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারিনী তাঁর বয়ানে লিখেছেন, "সুরাজ রেভান্না গত ১৬ ই জুন আমায় নিজের ফার্ম হাউসে ডেকে পাঠান। কথায়-কথায় আমার কাঁধ স্পর্শ করেন। আমি বাধা দিলে আমায় হুমকি দেন। সহযোগিতা না করলে প্রাণে মেরে দেবেন একথা বলতে থাকেন। জোর করে আমার গোপনাঙ্গ স্পর্শ করেন।" এর আগে মিথ্যে যৌন হেনস্তার মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগে দুইজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন সুরাজ রেভান্না। অভিযোগ ছিল, এই ব্যাক্তিরা সুরাজকে মিথ্যা যৌন হেনস্থার অভিযোগে জড়ানোর চেষ্টা করছেন। সুরাজের হয়ে এই বিষয়ে মামলা করেন কর্ণাটক বিধান পরিষদের জেডিএস সদস্য এবং সুরাজের সহকারী শিব কুমার।  প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে যৌন নিগ্রহের মামলায় গ্রেফতার হন সুরাজের দাদা প্রজ্জ্বল রেভান্না। দেশে ফিরতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে জেলে রয়েছেন তিনি। এখানেই শেষ নয়, এক নির্যাতিতাকে অপহরণের অভিযোগে প্রজ্জ্বল-সুরাজের বাবা এইচ ডি রেভান্নাকেও গ্রেফতার করে পুলিশ। তবে তিনি পরে জামিন পেয়ে যান।



@endif