Supreme Court: স্বামী থাকতে ফের বিয়ে, নবদম্পতিকে কারাদণ্ডের নির্দেশ সুপ্রিম কোর্টের
এরপর মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই ব্যাক্তি। সোমবার এই দম্পতিকে ৬ মাসের সাজা শুনিয়েছে সুপ্রিম কোর্ট।
নয়াদিল্লিঃ প্রথম স্বামীর (Husband) সঙ্গে এখনও বিচ্ছেদ (Divorce) হয়নি। পারিবারিক আদালতে চলছে বিবাহ বিচ্ছেদের মামলা (Case)। এরই মাঝে একটি সম্পর্কে জড়ালেন এক মহিলা। শুধু তাই নয়, সেই তৃতীয় ব্যক্তিকে বিয়ে (Marriage) করে সংসারও পাতলেন। কিন্তু নবদম্পতির নতুন জীবনে কাঁটা হয়ে দাঁড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচ্ছেদ হওয়ার আগেই ফের বিয়ে করায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন মহিলার প্রথম স্বামী। সেই মামলায় ওই মহিলা এবং তাঁর দ্বিতীয় স্বামীওকে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে তাঁদের সন্তানদের কথা ভেবে দু'জনকে একসঙ্গে জেলে না পাঠানোর নির্দেশ দিয়েছে বিচারপতি সিটি রবিকুমার এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চ। মহিলার প্রথম স্বামীর অভিযোগ, আইনি বিচ্ছেদের আগেই ফের সংসার পেতেছেন স্ত্রী। এরপরই মাদ্রাজ হাইকোর্টে আবেদন জানান তিনি। একদিনের সাজা দিয়ে ওই মহিলা এবং তাঁর দ্বিতীয় স্বামীকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় মাদ্রাজ হাইকোর্ট। এরপর মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই ব্যাক্তি। সোমবার এই দম্পতিকে ৬ মাসের সাজা শুনিয়েছে সুপ্রিম কোর্ট।