Teesta Setalvad: জামিন খারিজ নিয়ে সুপ্রিম কোর্টে তিস্তা সেতলবাদ, মামলা গড়াল বৃহত্তর বেঞ্চে

২০০২ গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীর নামে মিথ্যা অভিযোগ, ষড়যন্ত্রের দায়ে জামিনের আবেদন বাতিল করে সমাজকর্মী তিস্তা সেতলবাদ (কে আত্মসমপর্ণের নির্দেশ দেয় গুজরাট হাইকোর্ট।

Teesta Setalvad

২০০২ গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীর নামে মিথ্যা অভিযোগ, ষড়যন্ত্রের দায়ে জামিনের আবেদন বাতিল করে সমাজকর্মী তিস্তা সেতলবাদ (Teesta Setalvad)-কে আত্মসমপর্ণের নির্দেশ দেয় গুজরাট হাইকোর্ট। গত ৯ মাস তিনি জামিনে ছিলেন। এদিন জামিন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিস্তা। সুপ্রিম কোর্টের বিশেষ শুনানিতে ছিলেন বিচারপতি এএস ওকা এবং বিচারপতি পিকে মিশ্র। দুই বিচারপতির মধ্যে তিস্তার জামিন ইস্যুতে একমত না হওয়ায় এই মামলা গেল বৃহত্তর বেঞ্চে। 

২০০২ গুজরাট দাঙ্গায় গোধরা কাণ্ডের পর নরেন্দ্র মোদী (Narendra Modi)-র নামে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রের মামলায় গত বছর জুনে তিস্তাকে গ্রেফতার করেছিল গুজরাত পুলিশের গোয়েন্দা শাখা।

দেখুন টুইট

সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুজরাট দাঙ্গায় সম্পূর্ণ ক্লিনচিট দেওয়ার পরের দিন থেকেই সক্রিয় হয়ে সমাজকর্মী তিস্তা সেতলবাদ, আইপিএস অফিসার সঞ্জীব ভট্ট ও গুজরাটের প্রাক্তন ডিজিপি আরবি শ্রীকুমারের বিরুদ্ধে জাল নথি তৈরি করে ফাঁসানোর অভিযোগ গ্রেফতার করে।



@endif