Pawan Khera Update: এখনই গ্রেফতার নয়, পবন খেরা মামলায় অন্তবর্তী জামিন সুপ্রিম কোর্টের
মামলার পরবর্তী শুনানী না হওয়া পর্যন্ত পবন খেরাকে গ্রেফতার নয় জানাল সুপ্রিম কোর্ট
পবন খেরা মামলায় বড় মোড়। সুপ্রিম কোর্টের নির্দেশ মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন কংগ্রেস নেতা পবন খেরা।দ্বারকা কোর্টকে অন্তবর্তী জামিন দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
এদিন দিল্লি এয়ারপোর্ট থেকে পবন খেরাকে গ্রেফতার করে আসাম পুলিশ। একটি বক্ততায় প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে ভাষণ দেওয়ার তাঁর বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ।সেই অভিযোগের ভিত্তিতে আসাম পুলিশ দিল্লি থেকে গ্রেফতার করে কোর্টে পেশ করার কথা ছিল। তার মধ্যেই সুপ্রিম কোর্টে যায় পবন খেরা। সুপ্রিম কোর্ট থেকে আপাতত অন্তবর্তী জামিনে মুক্ত হবেন তিনি।