Manish Sisodia Bail: ১৭ মাস পর জামিন পেলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, যে শর্তে জেল থেকে ছাড়া পাচ্ছেন কেজরির ডেপুটি

অবশেষে জামিন পেলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ( Manish Sisodia)। প্রায় ১৭ মাস পর অরবিন্দ কেজরিওয়ালের ডেপুটি মণীশ সিসোদিয়াকে জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

Photo Credits: PTI

নতুন দিল্লি, ৯ অগাস্ট: অবশেষে জামিন পেলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ( Manish Sisodia)।  প্রায় ১৭ মাস পর অরবিন্দ কেজরিওয়ালের ডেপুটি মণীশ সিসোদিয়াকে জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সিবিআই, ইডি দুই কেন্দ্রীয় সংস্থার মামলাতেই মণীশের জামিনের মঞ্জুর করল দেশের শীর্ষ আদালত। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড ও কিছু শর্তসাপেক্ষে মুক্তি পেলেন কেজরিওয়ালের অতি ঘনিষ্ঠ বন্ধু তথা নেতা। প্রতি সোমবার মণীশ সিসোদিয়াকে পুলিশ স্টেশনে হাজিরা দিতে হবে এবং পাসপোর্ট জমা রাখতে হচ্ছে।

পাশাপাশি সাক্ষীদের কোনওভাবে প্রভাবিত বা তদন্তের প্রমাণের কোনও রকম ক্ষতি করতে পারবেন না দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। প্রভাবশালী তকমা থাকায় তদন্তের স্বার্থ মণীশের জামিনের আবেদন বারবার খারিজ হচ্ছিল। তবে এই মামলায় এখনও জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লি সরকারের আবগারী নীতি দুর্নীতি মামলায় আপ নেতা তথা ততকালীন উপ-মুখ্যমন্ত্রী মণীশকে গত ২৬ ফেব্রুয়ারি,২০২৩- গ্রেফতার করেছিল সিবিআই। পরে তাঁকে ইডি হেফাজতে রাখা হয়েছিল। এরপর থেকে তিনি বারবার জামিনের আবেদন করলেও কোন লাভ হয়নি। তবে স্ত্রী-র শরীর খারাপের জন্য দু বার কয়েক ঘণ্টার জন্য বিশেষ শর্তসাপেক্ষে জেল থেকে সাময়িক মুক্তি দিয়ে বাড়ি ফিরতে দেওয়া হয়েছিল মণীশ সিসোদিয়া-কে। লোকসভা ভোটের প্রচারের জন্য কেজরিওয়াল জামিন পেলেও মণীশ পাননি। আরও পড়ুন-দিল্লি থেকে গ্রেফতার ISIS জঙ্গি, ৩ লক্ষ টাকা পুরস্কার ঘোষণার পরই জঙ্গির নাগাল পেল পুলিশ

দেখুন খবরটি

মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে ইডি-র তদন্তের গতি দেখে হতাশা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। ট্রায়ালে ৪৯৩ জন সাক্ষীর নাম পেশ করা হলেও তদন্তের প্রমাণের কাজ ঢিলেতালে চলছে বলে সুপ্রিম কোর্ট জানায়, মণীশ সিসোদিয়াকে আজীবন রেখে দেওয়া যায় না। এরপরই মণীশের জামিনের আবেদন মঞ্জুর করে মণীশ সিসোদিয়া।

প্রসঙ্গত, সম্প্রতি গরু পাচার মামলায় জামিন পান তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। তবে এখনও জেল থাকা ছাড়া পাননি অনুব্রত।