Maharashtra Legislative Assembly: মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সহ ৫৬ জনের বিধায়ক পদ খারিজ নিয়ে স্পিকারকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
ফের বড় নাটকের অপেক্ষা শুরু মহারাষ্ট্রের রাজনীতিতে। রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সহ ৫৬ জনের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে বিধানসভার স্পিকার রাহুল নরবেকরকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট।
ফের বড় নাটকের অপেক্ষা শুরু মহারাষ্ট্রের রাজনীতিতে। রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সহ ৫৬ জনের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে বিধানসভার স্পিকার রাহুল নরবেকরকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্র বিধানসভার ৫৬ জন বিধায়কের পদ খারিজের বিরুদ্ধে আবেদন শুনতে আগামী সাতদিনের মধ্যে তাদের নামের তালিকা জমা দিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শিবসেনার মত এনসিপি ভেঙেও ৪০ জন বিধায়ক মহারাষ্ট্রের এনডিএ সরকারে যোগ দিয়েছিলেন।
একনাথ শিন্ড সহ ১৬ বিধায়কের পদ খারিজের সিদ্ধান্তের নিতে দেরি করা হচ্ছে কেন তা নিয়ে জুলাইয়ে কড়া কথা বলে নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এরপরেও এই ইস্যুতে কাজের কাজ কিছুই এগোয়নি বলে জানাল দেশের শীর্ষ আদালত। শেষ পর্যন্ত একনাথ শিন্ডের বিধায়ক পদ খারিজ হলেও মহারাষ্ট্রে এনডিএ সরকার থাকবে। আরও পড়ুন-শিব ঠাকরের বাড়িতে গণপতি বাপ্পার আগমন পুলিশের সাজে, মহারাষ্ট্র পুলিশের সঙ্গে উল্লাসে বাপ্পার আগমন উদযাপন (দেখুন সেই ভিডিও)
দেখুন টুইট
কারণ শিন্ডের বিধায়ক পদ খারিজ হতে পারে আঁচ করে এনসিপি-র অজিত পাওয়ারকে ভাঙিয়ে নিজেদের দিকে টানে বিজেপি। শিন্ডের পর বিজেপির সমর্থনে মহারাষ্ট্রের সিংহাসনে বসার কথা অজিত পাওয়ারের। শিবসেনার বিধায়কদের ভাঙিয়ে শিন্ডে ২০২২ সালের জুন মাসে মুখ্যমন্ত্রী হয়েছিলেন।