Suicide: লোনের দায়ে আত্মঘাতী মা-মেয়ে, বিষ খেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে ছেলে
তিমধ্যেই সুমন তিওয়ারি এবং কোমাল তিওয়ারির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে ভোপাল পুলিশ।
নয়াদিল্লিঃ মাথার উপর লোনের (Loan) বোঝা। সেই দায় থেকে মুক্ত হতে শেষমেশ আত্মহত্যার (Suicide) পথ বেঁছে নিলেন ৪২ বছরের সুমন তিওয়ারি। ঘটনাটি ঘটেছে ভোপালে (Bhopal)। লোন মেটাতে না পেরে কীটনাশক (Insecticide ) খেয়ে আত্মহত্যা করেন তিনি। রবিবার সকাল ১০ টা নাগাদ কীটনাশক খেয়ে নেন তিনি। সেই সঙ্গে মেয়ে কোমাল এবং ১৮ বছরের ছেলে গলুকেও বিষ দেন। ঘটনায় মৃত্যু হয়েছে সুমন এবং তাঁর মেয়ে কোমালের। প্রয়াগরাজ জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন গোলু। স্থানীয়সূত্রে জানা গিয়েছে, সুমনের স্বামী সুনীল তিওয়ারি মানসিক ভারসাম্যহীন। পরিবারে উপার্জন করার মতো কেউ নেই। তার উপরে ২.৫ লক্ষ টাকার লোনের বোঝা রয়েছে তাঁদের মাথার উপরে। মাঝেমধ্যেই বাড়িতে পাওনাদারদের আসা যাওয়া লেগে থাকত। বড় ছেলে যুবরাজের উপর সব চাপ এসে পড়ে। কিন্তু তাঁর সামান্য উপার্জনের টাকায় সংসার সামলানোর পর আর লোনের টাকে মেটানো সম্ভব হয়ে উঠছিল না। এদিকে বাড়িতে সুমন দেবীর শাশুড়ি এনং জায়ের সঙ্গেও বিবাদ লেগেই থাকত। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে তাই আত্মহত্যার পথ বেঁছে নেন নিহত সুমন দেবী। ইতিমধ্যেই সুমন তিওয়ারি এবং কোমাল তিওয়ারির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে ভোপাল পুলিশ।