Sudan Fighting: উত্তপ্ত সুদান থেকে শিগগিরই ফেরান ভারতীয়দের, জয়শঙ্করদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশমন্ত্রী জয়শঙ্কর, বায়েুসেনা প্রধান, নৌসেনা প্রধান, সুদানের ভারতীয় রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে এমনই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংঘর্ষ পীড়িত সুদানে যে ভারতীয়রা আটকে রয়েছেন, তাঁদের খোঁজ করে যাতে শিগগিরই দেশে ফেরানো যায়, সেই ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Modi's High Level Meet On Sudan (Photo Credit: ANI)

দিল্লি, ২১ এপ্রিল: সেনা এবং আধাসেনার সংঘর্ষের জেরে ক্রমশ পরিস্থিতি জটিল হচ্ছে সুদানে (Sudan)। সুদানে সংঘর্ষের জেরে  ভয়াবহ পরিস্থিতিতে সে দেশে আটকে প্রায় ৪ হাজার ভারতীয়। ফলে সুদানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে যত শিগগিরই সম্ভব উপযুক্ত পরিকল্পনা করা হোক। বিদেশমন্ত্রী জয়শঙ্কর, বায়েুসেনা প্রধান, নৌসেনা প্রধান, সুদানের ভারতীয় রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে এমনই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংঘর্ষ পীড়িত সুদানে যে ভারতীয়রা আটকে রয়েছেন, তাঁদের খোঁজ করে যাতে শিগগিরই দেশে ফেরানো যায়, সেই ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ দেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

আরও পড়ুন:  Sudan Fighting: সুদানে সংঘর্ষ, ভয়াবহ পরিস্থিতিতে আটকে ৪ হাজার ভারতীয়, উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী

সুদানে যে ৪ হাজার ভারতীয় আটকে রয়েছেন, তারমধ্যে কর্ণাটকের হাক্কি পিক্কি সম্প্রদায়ের একাধিক সদস্য রয়েছেন। ফলে সংঘর্ষপীড়িত সুদান থেকে যাতে প্রত্যেক ভারতীয়কে ফেরানো যায়, সে বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানানো হয় পিএমও-র তরফে বিবৃতি প্রকাশ করে।