Narendra Modi Meme: বিতর্কিত মিমকে হাল্কা চালে নিলেন মোদী, ভোট বাজারে বাজিমাতের চেষ্টার কৌশল?

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা একটি মিম-কে যখন তুমুল বিতর্ক চলছ। সংবাদসংস্থা এএনআই-এ খবরে প্রকাশ মমতাকে নিয়ে করা সেই মিম কোন কোন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে তা ইলন মাস্কের এক্স-র থেকে জানতে চেয়েছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা।

Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা একটি মিম-কে যখন তুমুল বিতর্ক চলছে। সংবাদসংস্থা এএনআই-এ খবরে প্রকাশ মমতাকে নিয়ে করা সেই মিম কোন কোন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে তা ইলন মাস্কের এক্স-র থেকে জানতে চেয়েছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। তবে এই ব্যাপারে এএনআই ও কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট ছাড়া বিস্তারিত কিছু জানা যায়নি।

এই বিতর্কের মাঝেই কৃষ্ণা নামে এক এক্স ইউজারের একটা মিম নিজের অ্যাকাউন্টে শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখলেন, "আপনাদের মতই আমি নিজে নাচতে পছন্দ করি। ভোটের ভরা মরসুমে এমন ধরনের ক্রিয়েটিভ পোস্ট সত্য়ি মজার।" কৃষ্ণা নামের এক ইউজার লেখেন, আশা করি এমন ভিডিয়ো পোস্টের জন্য 'স্বৈরাচারী' শাসক আমায় গ্রেফতার করবে না।

বাংলার রাজনীতিতে এবার ঢুকে পড়ল মিম কৌশল। ভোট বিশেষজ্ঞদের মতে, এভাবেই মমতাকে চাপে ফেলে বিতর্ক চলা মিম ভিডিয়োকে হাল্কা চালে দেখিয়ে নেটিজেনদের মন জেতার চেষ্টা করলেন মোদী। বিজেপি কর্মী-সর্মথক, আইটি সেল মমতা-মোদীর ফারাক দেখাতে এই মিম-টি বেশী করে শেয়ার করছেন।

দেখুন মোদীর পোস্ট