Uttar Pradesh Shocker: ক্লাসে বসে পর্ণ ভিডিয়োর মগ্ন শিক্ষক, ছাত্র দেখে ফেলতেই বেধড়ক মার

ত্রের কানে আঘাত লেগেছে, শরীরের একাধিক জায়গায় আঘাতের দাগ রয়েছে বলে অভিযোগ করেন তার বাবা।

Photo Credits: File Photo

নয়াদিল্লিঃ ক্লাসরুমে(Classroom) বসে পর্ণ ভিডিয়ো(Porn Video) দেখছিলেন শিক্ষক। ছাত্র সেই কাণ্ড দেখে ফেলতেই তার উপর চড়াও শিক্ষক। আট বছরের ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্কুল শিক্ষকের(School Teacher) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। জানা গিয়েছে, ক্লাসরুমে বসে পর্ণ দেখছিলেন ওই শিক্ষক। এক পড়ুয়া তা দেখে ফেলে। সহপাঠীদের তা ডেকে দেখাতেই চটে যান শিক্ষক।

ক্লাসরুমে শিক্ষকের কুকীর্তি ফাঁস

শিক্ষকের কুকীর্তি ফাঁস হতেই পড়ুয়াকে ডেকে ক্লাসের মধ্যেই মারধর শুরু করেন তিনি। চুলের মুঠি ধরে দেওয়ালে ছাত্রের মাথা ঠুকে দেওয়া হয় বলেও অভিযোগ। চলে এলোপাথারি মার। বাড়ি গিয়ে সবটা জানাতে পুলিশের দ্বারস্থ হন ছাত্রের বাবা। ছাত্রের কানে আঘাত লেগেছে, শরীরের একাধিক জায়গায় আঘাতের দাগ রয়েছে বলে অভিযোগ করেন তার বাবা। রেকর্ড করা হয় পড়ুয়ার বয়ান। এরপর ছাত্রের অভিযোগের ভিত্তিতে স্কুল শিক্ষককে হেফাজতে নেয় পুলিশ। তাঁকে জেরা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

ক্লাসে বসে পর্ণ ভিডিয়োর মগ্ন শিক্ষক, ছাত্র দেখে ফেলতেই বেধড়ক মার