IPL Auction 2025 Live

COVID-19 Vaccine: আগামী ৩ দিনের মধ্যেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পৌঁছচ্ছে ৪ লক্ষেরও অধিক ভ্যাকসিন

আগামী তিনদিনের মধ্যে দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যগুলিতে এসে পৌঁছবে ৪ লক্ষের বেশি ভ্যাকসিন। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিকল্পনা মন্ত্রক রাজ্যগুলিকে আরও ১.৫৩ কোটি ভ্যাকসিন দেওয়া হবে বলে জানায়। ইতিমধ্যে ২৬ কোটি টিকা বিনামূল্যে রাজ্যগুলিকে দিয়েছে মন্ত্রক। রবিবারই তথ্য পাওয়া যায়, প্রায় ২৫ কোটি ১২ লক্ষ ৬৬ হাজার ৬৩৭ মতো ভ্যাকসিন নষ্ট হয়েছে বলেও জানা গেছে।

করোনার ভ্যাকসিন

নতুন দিল্লি, ১৩ জুন: আগামী তিনদিনের মধ্যে দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যগুলিতে এসে পৌঁছবে ৪ লক্ষের বেশি করোনা ভ্যাকসিন (COVID-19 Vaccine)। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিকল্পনা মন্ত্রক রাজ্যগুলিকে আরও ১.৫৩ কোটি ভ্যাকসিন দেওয়া হবে বলে জানায়। ইতিমধ্যে ২৬ কোটি টিকা বিনামূল্যে রাজ্যগুলিকে দিয়েছে মন্ত্রক। রবিবারই তথ্য পাওয়া যায়, প্রায় ২৫ কোটি ১২ লক্ষ ৬৬ হাজার ৬৩৭ মতো ভ্যাকসিন নষ্ট হয়েছে বলেও জানা গেছে।

দেশজুড়ে যে ভ্যাক্সিনেশন ড্রাইভ চলছে তাতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করছে কেন্দ্র সরকার। করোনা রুখতে সবথেকে বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য নিয়েছে কেন্দ্র সরকার। গত ১ মে থেকে ১৮ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র সরকার। যদিও সেসময় রাজ্যগুলিকে তা বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা ছিল না। এবছর ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনার টিকাকরণ শুরু হয়। আরও পড়ুন, যোগী রাজ্যে করোনা মাতার মন্দির ভাঙল প্রশাসন

এ মাসের ২১ তারিখের পর থেকে ১৮ ঊর্ধ্বদের জন্যও রাজ্যগুলিকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।