Srinagar : কোকেরনাগের জঙ্গল থেকে উদ্ধার আরও এক সেনার দেহ, জারি তল্লাশি অভিযান

১৩ সেপ্টেমবর থেকে নিখোঁজ ছিলেন প্রদীপ সিং

Indian Army (Photo Credit: ANI)

পাঁচদিনে দুজন সেনা আধিকারিক এবং একজন পুলিশের দেহ পাওয়ার পর এবার আরও একজন সেনার দেহ উদ্ধার করা হল। মৃত সেনার নাম প্রদীপ সিং। কোকেরনাগের গ্যাডোলের গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হয় প্রদীপের দেহ। এই নিয়ে শহিদের সংখ্যা দাঁড়াল ৪।

প্রদীপ সিং শিখ লাইট ইনফ্যান্ট্রির ১৯ রাষ্ট্রীয় রাইফেলের অর্ন্তভুক্ত ছিলেন। ২৭ বছরের এই সেনা জওয়ান ৭ বছর ধরে ভারতীয় সেনায় ছিলেন। পাঞ্জাবের পাটিয়ালার বাসিন্দা তিনি।

১৩ সেপ্টেমবর থেকে নিখোঁজ ছিলেন প্রদীপ সিং যখন বিশেষ সূত্র মারফত তল্লাশি চালানোর হয় জঙ্গল এলাকার মধ্যে সেই দলেই ছিলেন তিনি। এই অভিযানে ৩ সেনা আধিকারিকও শহিদ হন । তাঁরা হলেন যথাক্রমে, কর্ণেল মনপ্রীত সিং, মেজর আশিষ ধনচক, ডিএসপি হুমায়ুন মুজাম্মিল ভাট।

সূত্র  থেকে জানা গেছে,  সিং ছিলেন কুইক রিঅ্যাকশন টিমের একজন সদস্য।এরপাশাপাশি রবিবার এবং সোমবার দুজন জঙ্গির দেহও পাওয়া গিয়েছে বলে জানা গেছে।যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি বলে জানা গেছে।

তবে সেনার সূত্রে জানা গেছে অভিযান চালু থাকবে। অভিযানের জন্য সমস্ত উন্নত প্রযুক্তির অস্ত্রের ব্যবহার করা হচ্ছে। যার মধ্যে রয়েছে ইজরায়েলের হেরন এমকে ২ কোয়াড কপ্টার, নাইট ভিশন ডিভাইজ সহ আরও বেশ কিছু উপকরণ।