Sri Lanka: 'শ্রীলঙ্কার পরিস্থিতি উদ্বেগজনক, ভারতও সেই পথে হাঁটছে', মমতাকে সমর্থন করে সর্বদলের দাবি শিবসেনার
শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত (Sanjay Raut) আজ ফের কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন। সঞ্জয় রাউত অভিযোগ করেন, শ্রীলঙ্কার পরিস্থিতি খারাপ। ভারতও সেই পথেই হাঁটছে। এই মুহূর্তে পরিস্থিতি বদলানোর চেষ্টা করতে হবে। না হলে, ভারতের পরিস্থিতি শ্রীলঙ্কার চেয়ে আরও খারাপ হবে বলে মন্তব্য করেন শিবসেনা সাংসদ।
মুম্বই, ৫ এপ্রিল: ১১ দিনে ১৩ বার পেট্রোল (Petrol), ডিজেল, গ্যাসের দাম বেড়েছে। কেন্দ্রীয় সরকার কোনওভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের চেষ্টা করছে না। সোমবার এমনই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ,তিনি বলেন, শ্রীলঙ্কার (Sri Lanka)অর্থনীতির অবস্থা খারাপ। 'ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ।' শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করে বাংলার মুখ্যমন্ত্রী যখন দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সুরেই সুর মেলাল শিবসেনা (Shiv Sena)।
শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত (Sanjay Raut) আজ ফের কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন। সঞ্জয় রাউত অভিযোগ করেন, শ্রীলঙ্কার পরিস্থিতি খারাপ। ভারতও সেই পথেই হাঁটছে। এই মুহূর্তে পরিস্থিতি বদলানোর চেষ্টা করতে হবে। না হলে, ভারতের পরিস্থিতি শ্রীলঙ্কার চেয়ে আরও খারাপ হবে বলে মন্তব্য করেন শিবসেনা সাংসদ। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে কেন্দ্রের সর্বদল বৈঠক ডাকা উচিত বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ওই সর্বদল বৈঠক ডাকা উচিত বলে আজ বাংলার মুখ্যমন্ত্রীকে সমর্থন করে মন্তব্য করেন সঞ্জয় রাউত।
সোমবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন। তিনি বলেন, শ্রীলঙ্কার সঙ্গে তিনি ভারতবর্ষের তুলনা করছে না। কিন্তু আগামী দিন দেশের সর্বনাশ হলে, সেই ছোঁয়া থেকেও কেউ বাঁচবে না বলেও মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।