Noida Shocker: প্লে স্কুলের শৌচালয়ে লুকানো ক্যামেরা, গ্রেফতার ডিরেক্টর

এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ প্লে স্কুলের (Play School)শৌচালয়ে(Bathroom) লুকানো ক্যামেরা(Hidden Camera)। খবর জানাজানি হতেই গ্রেফতার(Arrest) ওই বেসরকারি স্কুলের(Private School) ডিরেক্টর। ঘটনাই ঘটেছে নয়ডার থানা ফেস ৩ এলাকার একটি প্লে স্কুলে। জানা গিয়েছে, ওই প্লে স্কুলের শৌচালয়ের মধ্যে থাকা বাল্ব হোল্ডারের মধ্যে লুকানো ছিল ওই ক্যামেরা। শৌচাল ব্যবহার করতে গিয়ে তা চোখ পড়ে ওই শিক্ষকার। এরপর স্কুলের ডিরেক্টর নবনীশ সাহকে গোটা বিষয়টি জানান তিনি। তবে সবটা জানা সত্বেও কোনও পদক্ষেপ করেনি স্কুল কর্তৃপক্ষ। এরপর স্কুলের নিরাপত্তারক্ষী জানান, ডিরেক্টর ক্যামেরার ব্যাপারে আগে থেকেই সব জানত। তদন্তে নেমে জানা যায়, কিছু দিন আগে নিজেই অনলাইনে ওই ক্যামেরাটি অর্ডার করে নবনীশ। ফলে সবটা জলের মতো পরিস্কার যে ডিরেক্টরই শৌচালয়ে ওই ক্যামেরাটি লাগিয়েছে। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্লে স্কুলের শৌচালয়ে লুকানো ক্যামেরা, গ্রেফতার ডিরেক্টর