অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা, জয়পুরে অবতরণের সময় চাকা ফাটল Spicejet বিমানের
চাকা ফেটে বিপত্তি, জয়পুর আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ(Emergency landing) স্পাইসজেট বিমানের
জয়পুর, ১২ জুন, ২০১৯: চাকা ফেটে বিপত্তি, জয়পুর আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ(Emergency landing) স্পাইসজেট বিমানের (SpiceJet plane)। এসজি—৫৮ বিমানটিতে ১৮৯ জন যাত্রী ছিল। সকাল ৯টা নাগাদ দুবাই থেকে জয়পুর বিমানবন্দরে অবতরণের সময়েই চাকাটি ফেটে যায়। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা। সকলকেই নিরাপদে বিমান থেকে বের করে আনা হয়েছে।
চাকা কী ভাবে ফাটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। যদিও দুবাই থেকে ওড়ার সময় বিমানে কোনও সমস্যা ছিল না। মনে করা হচ্ছে জয়পুর( Jaipur)বিমানবন্দরে অবতরণের সময় কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটে। তদন্তকারীরা জানিয়েছেন অবতরণের সময় যদি চাকা না ঘোরে তাহলেই এই ঘটনা ঘটে। আরও পড়ুন, বায়ু দূষণের কারণে ভারতে আয়ু কমছে আড়াই বছর : CSE-র গবেষণা
এক্ষেত্রে সেটাই ঘটেছিল বলে অনুমান করা হচ্ছে। রানওয়েতে চাকা ঘষেই টায়ারটি ফেটে যায়। তবে এখনও স্পাইসজেট কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হয়নি।