IIT Student Commits Suicide: 'বাবা ও ভাইকে দেখে রেখো,জন্মদিনের আগের রাতে মাকে মেসেজ পাঠিয়ে আত্মহত্যা আইআইটি পড়ুয়ার
অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ ৬ মাস করে ক্লাসে অনুপস্থিত ছিলেন রাহুল।
নয়াদিল্লিঃ রাত পোহালেই জন্মদিন(Birthday)। আর বিশেষ দিনের আগেই সব শেষ। জন্মদিনের আগের রাতে আত্মঘাতী পড়ুয়া(IIT Student Commits Suicide)। বাড়িতে শেষ একটা মেসেজ পাঠিয়ে হোস্টেলের পাঁচতলা থেকে ঝাঁপ আইআইটি পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে আইআইটি এলাহাবাদে(IIT Allahabad)। প্রথম বর্ষের পড়ুয়া রাহুলল মাদালা চৈতন্যে। তেলেঙ্গানার বাসিন্দ। অসম্ভব মেধাবী ছিলেন রাহুল। বিশেষ চাহিদা সম্পন্ন ছিলেন রাহুল। কথা বলতে পারতেন না। তবে শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার মানেননি কখনও। ছেলেবেলা থেকেই পড়াশোনাতে দুর্দান্ত ভাল ছিলেন।জেইই মেইন (JEE Main)-র পরীক্ষায় ৫২ র্যাঙ্ক করে তাক লাগিয়েছিলেন। এরপর আইআইটি এলাহাবাদে পড়তে আসেন।
জন্মদিনের আগের রাতে আত্মঘাতী পড়ুয়া
জানা গিয়েছে, শনিবার রাত ১১টা ৫৫ মিনিট নাগাদ হোস্টেলের পাঁচতলার বারান্দা থেকে ঝাঁপ দেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। ওই পড়ুয়ার ঘর থেকে কোনও সুইসাইড নোট না পাওয়া গেলেও আত্মহত্যার কিছুক্ষণ আগে মাকে একটি ইঙ্গিতপূর্ণ মেসেজ পাঠিয়েছিলেন তিনি। ওই মেসেজে রাহুল লেখেন, "বাবা ও ভাইকে তুমি দেখে রেখো।" ছেলের ওই মেসেজ দেখেই ভয় পেয়ে যান মা। সঙ্গে সঙ্গে রাহুলের এক বন্ধুকে ফোন করে ছেলের খবর নিতে বলেন। ততক্ষণে সব শেষ! তদন্তে নেমে জানা যায়, পরীক্ষায় ফেল করেছিলেন ওই পড়ুয়া। আর তাতেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অন্যদিকে মৃত পড়ুয়ার মা জানিয়েছেন, ছেলের সঙ্গে নিয়মিত ভিডিয়োকলে কথা হত। তিনি আরও জানান, রাহুল শান্ত প্রকৃতির ছিল। পড়াশোনা নিয়েই থাকতে ভালবাসত সে। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ ৬ মাস করে ক্লাসে অনুপস্থিত ছিলেন রাহুল। এই প্রসঙ্গে পাল্টা রাহুলের মায়ের অভিযোগ,এতদিন বাড়িতে কোনও কিছু কেন জানানো হয়নি কলেজর তরফে?
Suicide Prevention and Mental Health Helpline Numbers:
Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525.
জন্মদিনের আগের রাতে মাকে মেসেজ পাঠিয়ে আত্মহত্যা আইআইটি পড়ুয়ার
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)