Delhi: দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ, 'প্রতিশোধ' লেখা চিঠি উদ্ধার, আটক ২

রিপোর্টে প্রকাশ, ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের পর সেখান থেকে একটি পতাকা উদ্ধার করা হয়। ইজরায়েল গাজায় যা করছে, তার প্রেক্ষিতে এই 'প্রতিশোধ' বলে সেই চিঠিতে লেখা ছিল বলে জানা যাচ্ছে।

Delhi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২৭ ডিসেম্বর: দিল্লিতে (Delhi)  ইজরায়েলি (Israel) দূতাবাসের কাছে বিস্ফোরণ। সোমবার দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের জেরে চাঞ্চল্য ছড়ায়। যার জেরে পরপর ২ জনকে আটক করা হয়েছে বলে খবর। তবে ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের জেরে কোনও হতাহতের খবর মেলেনি। ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের পর পুলিশ সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে। কোন রাস্তা দিয়ে দুষ্কৃতীরা হাজির হয়ে ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ ঘটায়, সে বিষয়ে পুলিশ সবকিছু খতিয়ে দেখছে।

রিপোর্টে প্রকাশ, ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের পর সেখান থেকে একটি পতাকা উদ্ধার করা হয়। ইজরায়েল গাজায় যা করছে, তার প্রেক্ষিতে এই 'প্রতিশোধ' বলে সেই চিঠিতে লেখা ছিল বলে জানা যাচ্ছে। 'শির আল্লাহ রেজিসটেন্স' বলে একটি গ্রুপের তরফে এই বিস্পোরণের দায় স্বীকার করা হয়েছে বলে খবর।

ওই ঘটনার পর থেকে গোটা এলাকা নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে। আততায়ীরা কোন পথ থেকে এসে বিস্ফোরণ ঘটায়, সে বিষয়ে শুরু হয়েছে জোর তল্লাশি।