Sourav Ganguly Tripura Tourism Brand Ambassador: বিজেপি শাসিত ত্রিপুরার পর্যটনের মুখ হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

বিজেপি শাসিত ত্রিপুরায় দাদার নয়া ইনিংস। ত্রিপুরা সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসডর হচ্ছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়।

Sourav Ganguly (Photo Credit: Instagram)

আগরতলা, ২৩ মে: বিজেপি শাসিত ত্রিপুরায় দাদার নয়া ইনিংস। ত্রিপুরা সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসডর হচ্ছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়। বাংলার প্রতিবেশী রাজ্যে পর্যটকদের আহ্বান করতে ত্রিপুরার হয়ে ময়দানে নামছেন দাদা।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা টুইট করে জানান, "আমাদের রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার জন্য সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি সৌরভের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। উনি ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসডর হতে রাজি হয়েছেন।"পর্যটনে গুরুত্ব দিয়ে দেশ-বিদেশের পর্যটকদের আহ্বান জানিয়ে দাদাকে মুখ করে নতুন বিজ্ঞাপন করবে ত্রিপুরার মানিক সাহা সরকার।

দেখুন টুইট

বিজেপি শাসিত ত্রিপুরা পর্যটনের মুখ হওয়ায় সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের রাজনীতিতে যোগ নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। যদিও বারবার এমন জল্পনা উঠলেও, দাদা প্রতিবার বাপি বাড়ি যার স্টাইলে তা প্রত্যাখান করেছেন।



@endif