Solar Eclipse 2024 Live Stream: ভারতে সূর্যগ্রহণ‌ দেখতে পাওয়া না গেলেও লাইভের মাধ্যমে দেখা যাবে গ্রহণ, জেনে নিন কোথায় এবং কখন হবে লাইভ স্ট্রিমিং...

আজ অর্থাৎ ৮ এপ্রিল হবে ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ। ভারত থেকে সরাসরি দেখতে পাওয়া যাবে না এই সূর্যগ্রহণ। আমেরিকান মহাকাশ সংস্থা নাসা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতে দেখতে পাওয়া না গেলেও অন্য অনেক দেশে এই সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে। এছাড়াও জানা গিয়েছে, আজকের সূর্যগ্রহণ একটি পূর্ণ সূর্যগ্রহণ, অর্থাৎ আজ সূর্য এবং পৃথিবীর ঠিক মাঝে চলে আসবে চাঁদ, যার ফলে সূর্যের মুখ সম্পূর্ণরূপে ঢেকে যাবে এবং পৃথিবীর কোনও অংশে সূর্যের আলো পৌঁছাবে না। পূর্ণ সূর্যগ্রহণ চলাকালীন অন্ধকারে ঢেকে যাবে আকাশ।

জানা গিয়েছে, ভারত থেকে সূর্যগ্রহণ দেখতে পাওয়া না গেলেও কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকার অন্যান্য অঞ্চল সহ বিভিন্ন দেশ থেকে দেখতে পাওয়া যাবে সূর্যগ্রহণ। নাসা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৮ এপ্রিলের এই পূর্ণ সূর্যগ্রহণ উত্তর আমেরিকার মধ্য দিয়ে মেক্সিকো এবং কানাডার উপর দিয়ে যাবে। যেসব দেশে সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে সেখানকার মানুষ প্রায় ১২ ঘণ্টা ধরে দেখতে পারবে এই গ্রহণ। সূর্যগ্রহণ শুরু হবে ৮ এপ্রিল দুপুর ২:১২ মিনিটে এবং শেষ হবে ৯ এপ্রিল দুপুর ২:২২ মিনিটে।

সরাসরি সূর্যগ্রহণ দেখার সময় কিছু বিষয়ে সতর্ক থাকা খুবই জরুরি। সূর্যের রশ্মি সরাসরি চোখে প্রবেশ করা উচিত নয়, এর ফলে চোখের ক্ষতি হয়। তাই বিশেষজ্ঞদের মতে, কোনও নিরাপত্তা চশমা বা সরঞ্জাম ছাড়া সূর্যগ্রহণ দেখা একদমই উচিত নয়। সরাসরি দেখার ইচ্ছা হলে বিশেষ চশমা ব্যবহার করে দেখতে হবে, যা চোখকে রক্ষা করবে। ঘরে বসে সূর্যগ্রহণ দেখার ইচ্ছা থাকলে লাইভ সম্প্রচার দেখে নেওয়া যেতে পারে। আমেরিকান স্পেস এজেন্সি নাসা লাইভ স্ট্রিম করবে সূর্যগ্রহণের। ভারতীয় সময় অনুযায়ী রাত ১০:৩০ থেকে নাসার ইউটিউব চ্যানেলে এই লাইভ দেখতে পাওয়া যাবে।



@endif