Smriti Irani: বাড়ির কাগজ লুকিয়ে রাখুন! নাম না করে রাহুল-রবার্টকে আক্রমণ স্মূতি ইরানির
সামনেই দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। কিন্তু এখন আমেঠি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কাকে লড়াবে সেটা এখনও ঠিক করতে পারেনি কংগ্রেস শিবির। কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) নাকি তাঁর জামাইবাবু রবার্ট বঢরা (Robert Vadra) কে ভোটে দাঁড়াবে এই নিয়ে দড়ি টানাটানি এখনও অব্যাহত। অন্যদিকে স্মৃতি ইরানি (Smriti Irani) এই নিয়ে মশকরা করতে ব্যস্ত। আমেঠির প্রচারে বেরিয়ে বুধবার দুজনের উদ্দেশ্যেই আক্রমণ শানালেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রথমে শালাবাবুকে হারিয়েছি। এবার কি তাহলে জামাইবাবুর পালা? আমেঠি থেকে যেই লড়তে আসুক না কেন, আমাঠির মানুষ মোদীকেই সমর্থন করবে। বাড়ির কাগজ লুকিয়ে রাখুন, নাহলে জামাই বা শালাবাবু এসে নিয়ে যাবে। আমেঠির মানুষ এখানকার উন্নয়ন দেখতে পেয়েছে। ফলে তাঁরা মোদীর পাশেই থাকবে।
প্রসঙ্গত, ভোটের নির্ঘন্ট প্রকাশের পর থেকেই রবার্ট বঢরা আমেঠি কেন্দ্র থেকে লড়ার ইচ্ছাপ্রকাশ করেছে। মূলত, এই আসনেই গত নির্বাচনে স্মৃতি ইরানির কাছে হারতে হয়েছিল রাহুল গান্ধীকে। তবে অন্যদিকে কেরলের ওয়ানড় কেন্দ্রে জিতে সাংসদ পদ রক্ষা করেন তিনি। ফলে এই আসনে এবারে রাহুল লড়বে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
অন্যদিকে রায়বারেলির থেকেও প্রার্থীর নাম প্রকাশ করেনি কংগ্রেস। এই আসনটি সোনিয়া গান্ধীর জেতা আসন। তবে রাজ্যসভা সাংসদ হওয়ার পর এই নির্বাচনে সোনিয়ার জায়গায় কে লড়বে তা এখনও জানা যায়নি। তবে কংগ্রেস নেতৃত্বের একাংশের ইচ্ছে এই সিট থেকে সোনিয়ার কন্যা প্রিয়াঙ্কা প্রতিদ্বন্দ্বিতা করুক।