Sikkim Road collapse: ভারী বর্ষণের জেরে ধস নামল উত্তর সিকিমে , আটকে থাকা পর্যটকদের উদ্ধারে সিকিম পুলিশ
পুলিশ সূত্রে জানা গেছে দেশের ১৯৭৫ জন পর্যটক ও ৩৬ জন বিদেশি পর্যটক আটকে পড়েছেন। লাচেন ও লাচুং এলাকার হোটেলগুলিতে পর্যটকরা আটকে রয়েছেন। জানা গেছে বিদেশি পর্যটকদের মধ্যে ২৩ জন বাংলাদেশি।
উত্তর সিকিমে ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে আটকে পড়েছেন ২হাজারের বেশি পর্যটক। গত বৃহস্পতিবার থেকে উত্তর সিকিমে ভারী বর্ষণের কারণে ফুঁসছে বিভিন্ন নদী। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উত্তর সিকিমের মনগন থেকে চুংথাং পর্যন্ত রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়েছে। মনগন জেলা প্রশাসন জানিয়েছে, ধসের কারণে বেশ কয়েকটি রাস্তা বন্ধ। ছাঙ্গু লেক, নাথুলা, বাবা মন্দিরের মতো জনপ্রিয় পর্যটনস্থলগুলি যাওয়ার সংযোগকারী রাস্তা জওহরলাল নেহরু মার্গের কাছেও ধস নেমেছে।
বৃষ্টি একটু থামতেই শুরু হয়েছে উদ্ধার কার্য। আটকে থাকা পর্যটকদের বাসে করে গ্যাংটক পাঠানো হচ্ছে। সিকিম পুলিশ জানিয়েছে ১৯ জন পুরুষ, ১৫ জন মহিলা এবং ৪ শিশু নিয়ে প্রথম বাসটি রাজ্যের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই পর্যটকরা মাঙ্গান জেলার পেগং এর ভূমিধসে আটকে ছিলেন। দুটি বাসে করে এখনও পর্যন্ত মোট ৭২ জন পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে দেশের ১৯৭৫ জন পর্যটক ও ৩৬ জন বিদেশি পর্যটক আটকে পড়েছেন। লাচেন ও লাচুং এলাকার হোটেলগুলিতে পর্যটকরা আটকে রয়েছেন। জানা গেছে বিদেশি পর্যটকদের মধ্যে ২৩ জন বাংলাদেশি। আর দশ জন আমেরিকা ও তিন জন সিঙ্গাপুরের বাসিন্দা। এমনকী উত্তর সিকিমের বিভিন্ন রাস্তায় ৩৪৫টি গাড়ি এবং ১১টি বাইক আটকে পড়েছে। বৃষ্টি থামলেই রাস্তা মেরামতির কাজ শুরু হবে বলে জানা গেছে।