Sikkim Floods: সিকিমে নিখোঁজ সেনা কর্মীদের খোঁজে জোর তল্লাশি, আটকে থাকা পর্যটকদের উদ্ধার চেষ্টা অব্যাহত
নিখোঁজ সেনা কর্মীদের খোঁজে যেমন তল্লাশি শুরু হয়েছে, তেমনি দুর্গতদের সাহায্যের জন্য ক্রমাগত কাজ করছেন আইটিবিপির জওয়ানরা। প্রশাসনের তরফে সমস্ত ধরনের উদ্যোগ শুরু হয়েছে নিখোঁজের খুঁজে বরে করতে।
গ্যাংটক, ৬ অক্টোবর: সিকিমে ভয়াবহ বিপর্যয় নেমে আসতেই ২৩ জন সেনা কর্মীর কোনও মিলছে না। সিকিমে নিখোঁজ সেনা কর্মীদের খোঁজে যে তল্লাশি শুরু হয়েছে, তা এখনও অব্যাহত। সিকিমে ২৩ জন সেনা কর্মীর পাশাপাশি আর কতজন নিখোঁজ,সে বিষয়ে এখনও কোনও সঠিক সংখ্যা মেলেনি। নিখোঁজ সেনা কর্মীদের খোঁজে যেমন তল্লাশি শুরু হয়েছে, তেমনি দুর্গতদের সাহায্যের জন্য ক্রমাগত কাজ করছেন আইটিবিপির জওয়ানরা। প্রশাসনের তরফে সমস্ত ধরনের উদ্যোগ শুরু হয়েছে নিখোঁজের খুঁজে বরে করতে। জানা যাচ্ছে, লাচেনে ১৪৭১ জন পর্যয়টক আটকে রয়েছেন। ভারতীয় সেনার তরফে জোর কদমে তল্লাশি চালিয়ে তাঁদের খুঁজে বের করা হয়েছে।
৬ অক্টোবর অর্থাৎ শুক্রবার আবহাওয়া ভাল থাকলে, লাচেন থেকে হেলিকপ্টারে করে পর্যটকদের উদ্ধার করা হবে বলে খবর। রাজ্য প্রশাসনের সঙ্গে ভারতীয় সেনা এবং বায়ুসেনা একযোগে কাজ শুরু করেছে বলে খবর।