Sikkim Floods: সিকিমে ভয়াবহ পরিস্থিতি, বাড়ছে মৃতের সংখ্যা, তিস্তায় ভাসছে 'অদ্ভুদ' জিনিস

লোনক হ্রদ ফেটে যে জল তিস্তা নদীতে গিয়ে মিশতে শুরু করে, তার জেরেই আসে হড়পা বান। যাতে ভেসে যায় চুংথাং বাঁধের একাংশ থেকে শুরু করে, সেনা বাহিনীর একাধিক গাড়ি-সহ প্রচুর অস্ত্র। ফলে তিস্তার হড়পা বানের শেষে সেনা বাহিনীর একের পর এক গাড়ি থেকে পলি সরিয়ে উদ্ধার হচ্ছে, তেমনি আগ্নেয়াস্ত্র-সহ একাধিক বিস্ফোরক নদীতে ভাসতে শুরু করেছে বলে খবর।

Sikkim After Devastation (Photo Credit: Twitter)

গ্যাংটক, ৬ অক্টোবর: যত সময় গড়াচ্ছে, তত বাড়ছে সিকিমে বন্যায় মৃতের সংখ্যা। সিকিমে বন্যায় এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে অনুমান। মৃতের পাশাপাশি তিস্তার হড়পা বানে একশোর বেশি মানুষ নিখোঁজ বলে মনে করা হচ্ছে। লোনক হ্রদ ফেটে যে জল তিস্তা নদীতে গিয়ে মিশতে শুরু করে, তার জেরেই আসে হড়পা বান। যাতে ভেসে যায় চুংথাং বাঁধের একাংশ থেকে শুরু করে, সেনা বাহিনীর একাধিক গাড়ি-সহ প্রচুর অস্ত্র। ফলে তিস্তার হড়পা বানের শেষে সেনা বাহিনীর একের পর এক গাড়ি থেকে পলি সরিয়ে উদ্ধার হচ্ছে, তেমনি আগ্নেয়াস্ত্র-সহ একাধিক বিস্ফোরক নদীতে ভাসতে শুরু করেছে বলে খবর। ফলে তিস্তার জলে ভাসতে থাকা বেশ কিছু জিনিস দেখে স্থানীয়রা অবাক হচ্ছেন। বুঝতে পারছেন না।

প্রসঙ্গত এখনও পর্যন্ত ২৩ জন সেনা কর্মীর কোনও খোঁজ মিলছে না। তিস্তায় হড়পা বান  আসার পর থেকে নিখোঁজ ওই ২৩ জওয়ান। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।