Sikkim Floods: তিস্তার হড়পা বানে ভেসে যায় চুংথাং বাঁধের একাংশ, ভয়াবহ ঘটনায় কী বললেন মুখ্যমন্ত্রী
মেঘভাঙা বৃষ্টিতে সম্প্রতি লোনক হ্রদ ফেটে যায়। লোনক হ্রদ ফেটে তার জল গিয়ে পড়ে তিস্তা নদীতে। এরপর পাহাড় বেয়ে তিস্তা নদীর যে জল নীচে নেমে আসতে শুরু করে, তার জেরেই ঘোরতর বিপর্যয় নেমে আসে সিকিমে।
গ্যাংটক, ৬ অক্টোবর: সিকিমে ভেসে গিয়েছে চুংথাং বাঁধের একাংশ। নিম্নমানের নির্মাণের জন্যই চুংথাং বাঁধের একাংশ ভেসে গিয়েছে। এমনই মন্তব্য করেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। মেঘভাঙা বৃষ্টিতে সম্প্রতি লোনক হ্রদ ফেটে যায়। লোনক হ্রদ ফেটে তার জল গিয়ে পড়ে তিস্তা নদীতে। এরপর পাহাড় বেয়ে তিস্তা নদীর যে জল নীচে নেমে আসতে শুরু করে, তার জেরেই ঘোরতর বিপর্যয় নেমে আসে সিকিমে। তিস্তায় হড়পা বান এসেছে শুনে, বাঁধের লক গেট খুলতে গেলেও, তা সফল হয়নি। ফলে লক গেট খোলার আগেই ভেসে যায় চুংথাং বাঁধের একাংশ। বাঁধের নির্মাণ সঠিকভাবে হয়নি বলেই চুংথাংয়ের একাংশ ভেসে গিয়েছে বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেন সিকিমের মুখ্যমন্ত্রী।
তিস্তায় হড়পা বানের জেরে সিকিমের ১৩টি সেতু ধ্বংস হয়ে গিয়েছে। যার মধ্যে মঙ্গনেই ধ্বংস হয়েছে ৮টি সেতু। পাশাপাশি গ্যাসংটকে ৩টি এবং নামচিতে ২টি সেতু ধ্বংস হয়ে যায় সিকিমে বন্যার জেরে। বুধবার যে হড়পা বান আসে সিকিমে, তার জেরে এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।