Sidhu Moosewala’s Father Receives Death Threat: প্রয়াত পাঞ্জাবি গায়ক মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি, তোলপাড়, চলছে গ্রেফতারি
দিল্লি পুলিশের তরফে জানা যাচ্ছে, বালকুর সিং সিধুকে হুমকি দেওয়া হয় একটি ইমেলের মাধ্যমে। হুমকি মেল দেখার পরই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের পর জানা যায়, রাজস্থানের বাসিন্দা এক ব্যক্তি মুসেওয়ালার বাবাকে খুন করবেন বলে হুমকি দেয়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেফতারের পর পুলিশ নিজেদের হেফাজতে নেয়।
দিল্লি, ৮ সেপ্টেম্বর: পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার (Sidhu Moosewala) বাবা বালকুর সিং সিধুকে খুনের হুমকি দেওয়া হল। মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি দেওয়া হয় সম্প্রতি। নির্দিষ্ট পরিমাণ অর্থ না দিলে, মুসেওয়ালার বাবাকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়। এমনই অভিযোগ দায়ের করেন বালকুর সিং সিধু নিজে। যে ঘটনা প্রকাশ্যে আসতেই দিল্লি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। রাজস্থানের বাসিন্দা ওই যুবকই দিল্লিতে থাকাকালীন বালকুর সিং সিধুকে খুনের হুমকি দেয় বলে অভিযোগ।
দিল্লি পুলিশের তরফে জানা যাচ্ছে, বালকুর সিং সিধুকে হুমকি দেওয়া হয় একটি ইমেলের মাধ্যমে। হুমকি মেল দেখার পরই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের পর জানা যায়, রাজস্থানের বাসিন্দা এক ব্যক্তি মুসেওয়ালার বাবাকে খুন করবেন বলে হুমকি দেয়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেফতারের পর পুলিশ নিজেদের হেফাজতে নেয়।
আরও পড়ুন: Video: স্কুটি মুছছেন জাতীয় পতাকা দিয়ে, চরম পদক্ষেপ পুলিশের, ভাইরাল ভিডিয়ো
প্রসঙ্গত পাঞ্জাবে মনসা জেলায় খুন করা হয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে। সিধু খুনের পর প্রায় গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। মুসেওয়ালা খুনের পর সলমন খানক এবং তাঁর আইনজীবীকে পরপর হুমকি দেওয়া হয়। যা নিয়ে তোলপাড়ের পর সলমন খানের নিরাপত্তা আরও বাড়ানো হয়।