IPL Auction 2025 Live

Shocking lockdown violation in UP: অ্যাম্বুলেন্সে শুয়ে বাবা, পুলিশের চোখে ধুলো দিয়ে লকডাউনে দিল্লি গিয়ে বিয়ে করল ছেলে

লকডাউন ভাঙার ঘটনা রোজই সামনে আসছে। পুলিশ যতটা পারছে তা আটকানোর চেষ্টা করছে। তবে এই ঘটনা সব কিছুকে ছাপিয়ে গেছে। লকডাউন ভাঙার এটা একটা চরম নিদর্শন হয়ে থাকবে। লকডাউন চলাকালীন বিয়ে করতে দিল্লি যেতে বাবাকে অসুস্থ সাজিয়ে অ্যাম্বুলেন্সে শুইয়ে পুরো রাস্তা নিয়ে গেল ছেলে। আর সবটাই করেছে পুলিশের চোখে ধুলো দিতে। আহমেদ নামের ওই যুবক মঙ্গলবার বিয়ে করে দিল্লি থেকে ফিরেছে।

অ্যাম্বুল্যান্স (Photo Credit: ANI)

লখনউ, ৩০ এপ্রিল: লকডাউন ভাঙার ঘটনা রোজই সামনে আসছে। পুলিশ যতটা পারছে তা আটকানোর চেষ্টা করছে। তবে এই ঘটনা সব কিছুকে ছাপিয়ে গেছে। লকডাউন ভাঙার এটা একটা চরম নিদর্শন হয়ে থাকবে। লকডাউন চলাকালীন বিয়ে করতে দিল্লি যেতে বাবাকে অসুস্থ সাজিয়ে অ্যাম্বুলেন্সে তুলে পুরো রাস্তা নিয়ে গেল ছেলে। আর সবটাই করেছে পুলিশের চোখে ধুলো দিতে। আহমেদ নামের ওই যুবক মঙ্গলবার বিয়ে করে দিল্লি থেকে ফিরেছে।

উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের খাতৌলির বাসিন্দা ওই যুবকের বিয়ের আনন্দ যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ, কয়েকজন প্রতিবেশী পুলিশকে সবটা জানিয়ে দেয়। খাাতৌলিতে কমপক্ষে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত। এলাকাটি হটস্পট ঘোষণা করা হয়েছে। জানা গেছে, খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্তারা ও পুলিশ ইসলামনগর এলাকায় ওই যুবকের বাড়িতে যায়। এরপর ওই যুবক, তাঁর স্ত্রীসহ পরিবারের সকল সদস্যর নমুনা সংগ্রহ করা হয়। বাড়ির সবাইকে কোয়ারান্টিনে রাখা হয়েছে। আরও পড়ুন: Lucknow: মা আনতে পাঠিয়েছিল মুদিখানা মাল, ছেলে বাড়ি ফিরল বউ নিয়ে!; দেখুন ভিডিয়ো

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, চার দিন আগে আহমেদ ও তাঁর বাবা মুজফ্ফরনগর থেকে আপাার গঙ্গা ক্যানাল রোড হয়ে দিল্লি যাওয়ার চেষ্টা করেন। যদিও সেই চেষ্টা তাঁদের ব্যর্থ হয়। পুলিশ তাঁদের আটকে দেয়। এরপরই নতুন পরিকল্পনা করে আহমেদ। লকডাউনের মধ্যেই দিল্লি যেতে অ্যাম্বুলেন্স ব্যবহার করার কথা ভাবে। কারণ, জরুরি স্বাস্থ্যসেবা যান চলাচলে ছাড় রয়েছে, তাই তিনি সেটিকেই হাতিয়ার বানান। এরপর আহমেদের বাবা অসুস্থ হওয়ার ভান করে অ্যাম্বুলেন্সে শুয়ে পড়েন। এরপর তাঁরা দিল্লি যান। সেখানেই আহমেদ বিয়ে করে আবারও একইভাবে ঘরে ফেরেন বউ নিয়ে।