Pune: অত্যাধিক কাজের চাপে মৃত্যু মেয়ের, মায়ের বিস্ফোরক চিঠিতে তোলপাড়

মেয়ের মৃত্যুর পর অ্যানার মা জানান, তাঁর মেয়ের প্রথম চাকরি ছিল এটি। চাকরিতে যোগ দেওয়ার পর থেকে দিনরাত পরিশ্রম করতে হত অ্যানাকে। প্রায় প্রতিদিন রাতের বেশিরভাগ সময় যেমন অ্যানাকে কাজ করতে হত, তেমনি ছুটির দিনেও রেহাই পেতেন না।

Office (Photo Credit: Pixabay)

পুণে, ১৮ সেপ্টেম্বর: মাত্র ৪ মাস আগে নতুন চাকরিতে যোগ দিয়েছিলেন কেরলের (Kerala) অ্যানা সেবাস্টিয়ান পেরাইল। ৪ মাসের মধ্যে মৃত্যু হয় পুণের  (Pune) EY নামে একটি কোম্পানিতে কর্মরত মহিলার। মেয়ের মৃত্যুর পর বিস্ফোরক অভিযোগ করেন অ্যানার মা। তিনি অভিযোগ করেন, অ্যানা নতুন চাকরিতে যোগ দেওয়ার পর তাঁর উপর অত্যধিক কাজের চাপ ছিল। অত্যধিক কাজের চাপের জেরেই অ্যানার মৃত্যু বলে অভিযোগ করেন তাঁর মা। EY-এর চেয়ারম্যান রাজীব মেমানিকে এমনই অভিযোগ করেন অ্যানার মা।

মেয়ের মৃত্যুর পর অ্যানার মা জানান, তাঁর মেয়ের প্রথম চাকরি ছিল এটি। চাকরিতে যোগ দেওয়ার পর থেকে দিনরাত পরিশ্রম করতে হত অ্যানাকে। প্রায় প্রতিদিন রাতের বেশিরভাগ সময় যেমন অ্যানাকে কাজ করতে হত, তেমনি ছুটির দিনেও রেহাই পেতেন না। নতুন চাকরিতে যোগ দেওয়ার পর কার্যত কোমরভাঙা খাটুনি তাঁর মেয়েকে করতে হত বলে অভিযোগ করেন ওই মহিলা। কোমরভাঙা খাটুনির জেরেই অ্যানার মৃত্যু হয় বলে তাঁর মা অভিযোগ করেন।

এমনকী অ্যানার মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে সংশ্লিষ্ট কোম্পানির কোনও কর্মী হাজির হননি বলেও আক্ষেপ করেন অ্যানার মা।