Delhi: টানা ১৫ দিন ধরে বিলাসবহুল হোটেলে বাস, টাকা চাইলেই পালানোর চেষ্টা, দিল্লিতে গ্রেফতার মহিলা

১৫ দিন পর হোটেল কর্মীরা যখন গত ১৫ দিনের বিল মেটানোর কথা বলেন, তখন তিনি চিৎকার, চেঁচামেচি জুড়ে দেন। এমনকী, তিনি হোটেল থেকে পালানোর চেষ্টা করেন। ঝাঁসি রানি স্যামুয়েল নামর ওই মহিলা গত ১৩ ডিসেম্বর থেকে দিল্লির ওই হোটেল বুক করেন।

Hotel, Representational Image (Photo Credit: Pixabay)

দিল্লি, ১৮ জানুয়ারি: গত ১৫ দিন ধরে দিল্লির (Delhi) একটি বিলাসবহুল হোটেলে (Hotel) থাকছিলেন অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) এক মহিলা। বিমানবন্দরের কাছের একটি বিলাসবহুল হোটেলে ওই মহিলা থাকছিলেন। ১৫ দিন ধরে একটানা হোটেলে থাকলেও, তিনি কোনও টাকাপয়সা দিচ্ছিলেন না। ১৫ দিন পর হোটেল কর্মীরা যখন গত ১৫ দিনের বিল মেটানোর কথা বলেন, তখন তিনি চিৎকার, চেঁচামেচি জুড়ে দেন। এমনকী, তিনি হোটেল থেকে পালানোর চেষ্টা করেন। ঝাঁসি রানি স্যামুয়েল নামর ওই মহিলা গত ১৩ ডিসেম্বর থেকে দিল্লির ওই  হোটেল বুক করেন। সেই থেকে তিনি থাকতে শুরু করেন।

আরও পড়ুন: Delhi: জি ২০ সম্মেলন উপলক্ষ্যে দিল্লির হোটেলে হাজির হয়ে ব্যাগ পরীক্ষায় নারাজ চিনা আধিকারিক, কারণ নিয়ে ধন্দ

এরপর দিল্লি পুলিশের তরফে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ওই  মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ।