Shivraj Singh : 'কংগ্রেস মিথ্যের দোকান খুলে বসে আছে', প্রিয়াঙ্কার মধ্যপ্রদেশ যাত্রাকে কটাক্ষ শিবরাজ সিং চৌহানের

মধ্যপ্রদেশের দামোতে নির্বাচনী সভায় যোগ দিতে আসেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী

Photo Credit Twiter

সামনেই নির্বাচন। আসন্ন এই নির্বাচনে মধ্যপ্রদেশে রয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। মধ্যপ্রদেশ নির্বাচন উপলক্ষ্যে তার উপস্থিতিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Sivraj Singh Chouhan)।

মধ্যপ্রদেশের দামো থেকে নিজের দলের প্রার্থী অজয় ট্যান্ডনের সমর্থনে সভা করতে আসেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর এই যাত্রা সম্পর্কে শিবরাজ সিং জানান, "'কংগ্রেস ' মিথ্যের দোকান খুলেছে রাজ্য জুড়ে। প্রিয়াঙ্কা গান্ধী আবারও এখানে আসছেন। আমি তাঁকে জিজ্ঞাসা করতে চাই তার কি সমস্যা আছে রামমন্দির এবং রামকে নিয়ে।কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে  রাম মন্দিরের হোর্ডিং সরানোর জন্য এবং মহাকাল মহালোকের পোস্টার সরানোর জন্য। "

সভায় অংশগ্রহন করে প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) শিবরাজ সিংয়ের সরকারকে নিশানা করে জানান যে এই সরকারের সময়ে মানুষের জীবন কষ্ঠের মধ্যে দিয়ে যাচ্ছে। বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে হোডিং নিয়ে অভিযোগ দায়ের করে এবং জানানো হয় যে এতে নির্বাচনের নিয়মাবলীর লঙ্ঘন করা হচ্ছে।

পাঁচটি রাজ্যের মধ্যে মধ্যেপ্রদেশ একটি রাজ্য যেখানে নির্বাচন শুরু হবে এই বছরেই।নভেম্বরের ১৭ তারিখে নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।ভোটগণনা করা হবে ৩ ডিসেম্বর।২৩০ টি বিধানসভা কেন্দ্র থেকে ভোটাররা নিজেদের প্রার্থীদের ভোট দেবেন বলে জানা গেছে।