Sanjay Raut: ১৫-২০ দিনের মধ্যেই পড়ে যাবে 'শিন্ডে-ফড়েনবিশ' সরকার, চাঞ্চল্যকর দাবি উদ্ধবপন্থী শিবসেনা নেতা সঞ্জয় রাউতের

মহারাষ্ট্রে কি ফের তৈরি হতে চলেছে রাজনৈতিক অস্থিরতার পরিবেশ? রবিবার শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউতের মন্তব্যের পর সেই জল্পনাই শুরু হয়েছে। যদি বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ সরকারপক্ষ।

Photo Credits: PTI

মুম্বই: মহারাষ্ট্রে কি ফের তৈরি হতে চলেছে রাজনৈতিক অস্থিরতার পরিবেশ? রবিবার শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউতের (Shiv Sena (Uddhav Thackeray) leader Sanjay Raut) মন্তব্যের পর সেই জল্পনাই শুরু হয়েছে। যদি বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ সরকারপক্ষ।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেন, "শিন্ডে-ফড়েনবিশ সরকারের (Shinde-Fadnavis' govt) মৃত্যুর পরোয়ানা (Death warrant) জারি হয়ে গেছে। শুধুমাত্র তারিখ ঘোষণাই বাকি রয়েছে। আমি আগেই বলেছিলাম যে শিন্ডে সরকারের ফেব্রুয়ারি মাসে পতন (collapse) হবে। কিন্তু, সেই বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশের (SC judgement) ফলে পিছিয়ে গেছে (delay)। সরকারের মেয়াদ কিছুটা বেড়েছে। তবে এই সরকার আগামী ১৫-২০ দিনের মধ্যেই পড়ে যাবে।" আরও পড়ুন: Angkita Dutta: অঙ্গিতা দত্তের অভিযোগের ভিত্তিত কংগ্রেসের যুব নেতা শ্রীনিবাস ভিবিকে নোটিশ অসম পুলিশের