NCP: ঘড়ি হারিয়ে কমিশনকে তোপ শরদ পওয়ারের

ভাইপো অজিত পাওয়ারের কাছে হার মানতে হয়েছে এনসিপি-র প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারকে। শরদ পাওয়ারের নির্বাচনী প্রতীক ঘড়ি এখন অজিত পাওয়ারের দখলে। এই ইস্য়ুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন শরদ পাওয়ার।

Photo Credits: Insta

ভাইপো অজিত পাওয়ারের কাছে হার মানতে হয়েছে এনসিপি-র প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারকে। শরদ পাওয়ারের নির্বাচনী প্রতীক ঘড়ি এখন অজিত পাওয়ারের দখলে। এই ইস্য়ুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন শরদ পাওয়ার। শরদ ক্ষোভের সুরে বললেন, " নির্বাচন কমিশন তাদের কাছ থেকে এনসিপি ছিনিয়ে নিল যার এটা প্রতিষ্ঠা করেছে। এমনটা এর আগে কখনও হয়নি।

কমিশন শুধু আমাদের নির্বাচনী প্রতীক কেড়ে নেয়নি, আমাদের গোটা দলটাই অন্যদের হাতে তুলে দিয়েছে।" তার অনুরাগীদের বিজেপির বিরুদ্ধে আপোষহীন লড়াই করার আহ্বান জানিয়েছেন শরদ পাওয়ার।

দেখুন খবরটি

প্রসঙ্গত, দলের সভাপতি শরদ পাওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ৩০ জন বিধায়ককে নিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একনাথ শিন্ডে মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী হন অজিত। শিবসেনার মত এনসিপি দুটো টুকরো ভাগ হয়ে যায়। একটা টুকরো থাকে শরদ পাওয়ারের কাছে, আর একটি অজিত পাওয়ারের হাতে। বেশী সংখ্যক জনপ্রতিনিধি থাকায় এনসিপি-র নির্বাচনী প্রতীক ও নিয়ন্ত্রণ অজিত পাওয়ারকে দেওয়ার কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৫ বছর আগে এনসিপি তৈরি করা শরদ পাওয়ার দলের নিয়ন্ত্রণ সরকারীভাবে পুরোপুরি হারিয়ে ফেলেছেন।