Abhishek Manu Singhvi Tests Positive For COVID-19: করোনাভাইরাসে আক্রান্ত প্রবীণ কংগ্রেস নেতা ও রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি
করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন প্রবীণ কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi)। তবে তাঁর উপসর্গ খুব হালকা বলে জানা গেছে। তাঁর অফিসের সব কর্মীর করোনাভাইরাসের পরীক্ষা নেগটিভ এসেছে। অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টের আইনজীবী।
নতুন দিল্লি, ২৬ জুন: করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন প্রবীণ কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi)। তবে তাঁর উপসর্গ খুব হালকা বলে জানা গেছে। তাঁর অফিসের সব কর্মীর করোনাভাইরাসের পরীক্ষা নেগটিভ এসেছে। অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টের আইনজীবী।
এর আগে, কংগ্রেসের প্রবীণ নেতা সঞ্জয় ঝা করোনভাইরাসে আক্রান্ত হন। এদিকে আজই দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আজই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে দিল্লির স্বাস্থ্যমন্ত্রীকে। কয়েকদিন আগেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। নতুন দিল্লির ম্যাক্স হাসপাতালে তাঁর প্লাজমা থেরাপি হয়। আরও পড়ুন: Coronavirus Cases In India: এক দিনে আক্রান্ত ১৭ হাজারেরও বেশি, শুক্রবার ভারতে করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ছুঁই ছুঁই
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী (COVID Patient)১৭ হাজার ২৯৬ জন। মৃত্যু হয়েছে ৪০৭ জনের। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৪ লক্ষ ৯০ হাজার ৪০১। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১লক্ষ ৮৯ হাজার ৪৬৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৮৫ হাজার ৬৩৪ জন। মৃতের সংখ্যা ১৫ হাজার ৩০১। আইসিএমআর-এর তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে ৭৭ লক্ষ ৭৬ হাজার ২২৮টি নমুনা পরীক্ষা হয়েছে। শুধু মাত্র ২৫ জুন ২ লক্ষ ১৫ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা হয়েছে। মহামারী করোনায় বিপর্যয়ের ধারবাহিকতা বজায় রেখেছে মহারাষ্ট্র।