Heart Attack Death: পরিবারের সঙ্গে পিকনিকে গিয়ে অটো চালকের সঙ্গে বচসা, হৃদরোগে মৃত্যু শিবসেনা জেলা সভাপতির ছেলের

পরিবারের অভিযোগ, অটো চালকের সঙ্গে বচসার মাঝে ৮-১০ জন স্থানীয় চড়াও হয় মিলিন্দের উপর। তাঁর বুকে ধাক্কা মারে তারা। যার জেরে হৃদরোগ আক্রান্ত হন তিনি।

Heart Attack Kills College Student

মুম্বই, ২৯ জুলাইঃ অটো চালকের সঙ্গে চলছিল বচসা। তর্কাতর্কির মাঝেই আচমকা বুকে ব্যাথা। হৃদরোগ আক্রান্ত (Heart Attack) হয়ে মৃত্যু হল শিবসেনা (ইউটিবি) নেতার ছেলের। ঘটনার আকস্মিকতায় মর্মাহত পরিবার। রবিবার সপরিবারে থানের একটি রিসোর্টে ছুটি কাটাতে গিয়েছিলেন বছর পঁয়তাল্লিশের মিলিন্দ মোরে। কিন্তু আর বাড়ি ফেরা হল না তাঁর। মৃত্যু হয়েছে শিবসেনার (ইউটিভি) থানে জেলা সভাপতি রধুনাথ মোরের ছেলে মিলিন্দ মোরের।

ঘটনা প্রসঙ্গে পুলিশ জানাচ্ছে, রবিবার থানের নবপুরে 'সেভেন সি ওয়াটার পার্ক অ্যান্ড রিসোর্ট'এ পরিবারের ১৫ জন সদস্যকে নিয়ে পিকনিক করতে যান মোরে। বিকেল সাড়ে ৫টা নাগাদ ফেরার জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এমন সময়ে রিসোর্টের বাইরে একটি অটো মিলন্দের ভাইপোর পায়ে ধাক্কা মারে। আর তাতেই চোটে যান শিবসেনা নেতার পুত্র। রাগের মাথায় চালককে সপাটে চড় কষান তিনি। অটো চালকের গায়ে হাত তোলায় ধীরে ধীরে জোড়ো হয় স্থানীয়রা। শুরু হয় দুই পক্ষের মধ্যে তুমুল অশান্তি। বচসার মাঝে হৃদরোগে আক্রান্ত হন মিলিন্দ।

মৃত নেতা পুত্রের পরিবারের অভিযোগ, অটো চালকের সঙ্গে বচসার মাঝে ৮-১০ জন স্থানীয় চড়াও হয় মিলিন্দের উপর। তাঁর বুকে ধাক্কা মারে তারা। যার জেরে হৃদরোগ আক্রান্ত হন তিনি। তৎক্ষণাৎ তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। ঘটনার একটি মামলা দায়ের করেছে পুলিশ।