Tushar Gandhi On Donald Trump: 'সবরমতী আশ্রমে গিয়ে ডোনাল্ড ট্রাম্প সার্থক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন বলে মনে হয়নি', বললেন মহাত্মা গান্ধির নাতি

সোমবার ভারতে পা রাখার পরই আমেদাবাদের সবরমতী আশ্রমে (Sabarmati Ashram) গেছিলেন ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) ও তাঁর স্ত্রী। মিনিট ১৫-র জন্য সবরমতী আশ্রম ঘুরে দেখেন ট্রাম্প দম্পতি। সেখানে চরকা কাটেন তাঁরা। অভিজ্ঞতার কথা ভিজিটর বুকে লেখেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ডোনাল্ড ট্রাম্পের দেওয়া লেখা বার্তায় মহত্মা গান্ধির কোনও উল্লেখ নেই। আর তা নিয়েই অসন্তুষ্টি প্রকাশ করেছেন গান্ধিজির নাতি তুষার গান্ধি (Tushar Gandhi )। তিনি বলেন যে দেখে মনে হয়েছে মহাত্মা গান্ধি দ্বারা প্রতিষ্ঠিত এই আশ্রমে মূল্যবান অভিজ্ঞতা কিছু পাননি ট্রাম্প। তিনি বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের সবরমতী আশ্রমে যাওয়ার যে ক্লিপ সকাল থেকেই ঘুরছিল, প্রেসিডেন্ট কীভাবে চরকা কাটছেন। তবে আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তবে আপনি দেখতে পাবেন যে তাঁর স্ত্রী চরকার ঘুরিয়ে ছিলেন।"

সবরমতী আশ্রমে ডোনাল্ড ট্রাম্প (Photo: ANI)

নতুন দিল্লি, ২৫ ফেব্রুয়ারি: সোমবার ভারতে পা রাখার পরই আমেদাবাদের সবরমতী আশ্রমে (Sabarmati Ashram) গেছিলেন ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) ও তাঁর স্ত্রী। মিনিট ১৫-র জন্য সবরমতী আশ্রম ঘুরে দেখেন ট্রাম্প দম্পতি। সেখানে চরকা কাটেন তাঁরা। অভিজ্ঞতার কথা ভিজিটর বুকে লেখেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ডোনাল্ড ট্রাম্পের দেওয়া লেখা বার্তায় মহত্মা গান্ধির কোনও উল্লেখ নেই। আর তা নিয়েই অসন্তুষ্টি প্রকাশ করেছেন গান্ধিজির নাতি তুষার গান্ধি (Tushar Gandhi )। তিনি বলেন যে দেখে মনে হয়েছে মহাত্মা গান্ধি দ্বারা প্রতিষ্ঠিত এই আশ্রমে মূল্যবান অভিজ্ঞতা কিছু পাননি ট্রাম্প। তিনি বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের সবরমতী আশ্রমে যাওয়ার যে ক্লিপ সকাল থেকেই ঘুরছিল, প্রেসিডেন্ট কীভাবে চরকা কাটছেন। তবে আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তবে আপনি দেখতে পাবেন যে তাঁর স্ত্রী চরকার ঘুরিয়ে ছিলেন।"

তুষার গান্ধি বলন, "দেখিয়ে দেওয়ার পরও প্রেসিডেন্ট কোনওভাবেই তাতে অংশ নিচ্ছিলেন না। তিনি সেখানে বসে পোজ দিচ্ছিলেন। এছাড়াও, তিনি সবরমতী আশ্রমে যে বার্তা লিখেছেন, তা মনে দেখে হয়নি যে তিনি অনুভব করেছেন যে এটি একটি সার্থক অভিজ্ঞতা ছিল। তিনি মূলত তাঁর বন্ধু প্রধানমন্ত্রী মোদিকে একটি ধন্যবাদ-বার্তা লিখেছেন।" আরও পড়ুন: Donald Trump India Visit: তরমুজে নরেন্দ্র মোদি-ডোনাল্ড ট্রাম্প! তামিল শিল্পীর হাতের ছোঁয়ায় অবাক দেশবাসী

গতকাল ভারত সফরের প্রথম দিনে গুজরাতের আমেদাবাদ সে পৌঁছান অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবার। আমেদাবাদে তাঁরা গান্ধিজির সবরমতী আশ্রমে গেছিলেন। পরে আমেদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করেন ট্রাম্প। সেখানে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে অংশ নেন।