Security Lapse : লোকসভায় নিরাপত্তা গাফিলতি, স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধলেন রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়গে

নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে লোকসভায় স্মোক ক্যান নিয়ে ঢুকে পড়ে বেশ কয়েকজন

Photo Credits: ANI

লোকসভায় নিরাপত্তার ইস্যু নিয়ে এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বিধঁলেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

তিনি জানান, "লোকসভায় নিরাপত্তার গাফিলতি খুবই গম্ভীর বিষয়। সদনে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করছি।কিন্তু মনে হচ্ছে উনি কোন বিবৃতি দেবেন না। পরিবর্তে উনি টিভি চ্যানেলে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিচ্ছেন।এটি গনতন্ত্রের পক্ষে সুখকর নয় "

নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে গ্যালারি থেকে এসে লোকসভায় বিপত্তি সৃষ্টি করে বেশ কয়েকজন।যা ২২ বছর আগে স্মৃতি উসকে দেয়। ২০০১ সালে সংসদ হামলার ঘটনায় শহিদদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করছিলেন ঠিক সেই সময় ২ জন ভিজিটর গ্যালারি থেকে উঠে এসে স্নোক ক্যান নিয়ে নেমে পড়ে। যা লোকসভার মধ্যে থাকা রাজনীতিবিদ সাংসদদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে।