Karnataka: হিজাব বিতর্কের মাঝে খুন বজরং দলের কর্মী, ফের বিতর্কে উত্তপ্ত কর্ণাটক
যদিও কর্ণাটকের স্বরাষ্টেরমন্ত্রী জানান, হিজাব বিতর্কের সঙ্গে শিবমোগায় বজরং দলের কর্মী খুনের কোনও যোগ নেই। বিষয়টি নজরে রাখা হয়েছে। তদন্ত চলছে।
বেঙ্গালুরু, ২১ ফেব্রুয়ারি: হিজাব (Hijab Row) বিতর্কের মাঝে ফের উত্তপ্ত কর্ণাটক (Karnataka)। দক্ষিণী রাজ্যে হিজাব বিতর্ক যখন তুঙ্গে, সেই সংয় এই রাজ্যের শিবমোগায় বজরং দলের কর্মীর হত্যা নিয়ে ফের উত্তাপ চড়তে শুরু করেছে। রিপোর্টে প্রকাশ, রবিবার রাতে শিবমোগা জেলায় খুন হন বজরং দলের কর্মী। বছর ২৩-এর ওই যুবককে গুরুতর অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
যদিও কর্ণাটকের স্বরাষ্টেরমন্ত্রী জানান, হিজাব বিতর্কের সঙ্গে শিবমোগায় বজরং দলের কর্মী খুনের কোনও যোগ নেই। বিষয়টি নজরে রাখা হয়েছে। তদন্ত চলছে। রবিবার রাত সাড়ে নটা নাগাদ বজরং দলের ওই কর্মীর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। কে বা কারা এই খুনের সঙ্গে যুক্ত, সে বিষয়ে তল্লাশি শুরু হয়েছে। শিগগিরই দুষ্কৃতীকে পাকড়াও করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে কর্ণাটক সরকারের তরফে।
বজরং দলের কর্মা খুনের পর শিবমোগার (Shivamogga) সংশ্লিষ্ট অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মানুষ যাতে শান্তি বজায় রাখেন, সে বিষয়ে আবেদন জানানো হয়েছে।