Dehradun: প্রধানমন্ত্রীর 'মন কি বাত' শুনতে না আসায় দেরাদুনের স্কুলে পড়ুয়াদের থেকে জরিমানা নেওয়ার অভিযোগ
৩০ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ১০০তম পর্ব ছিল। ভারতের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে তা সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। স্কুল-সহ দেশের বিভিন্ন জায়গাতেও এই অনুষ্ঠানটি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল।
দেরাদুন: ৩০ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত (Mann Ki Baat)-এর ১০০তম পর্ব ছিল। ভারতের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে তা সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। স্কুল-সহ দেশের বিভিন্ন জায়গাতেও এই অনুষ্ঠানটি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল।
এবার সেই অনুষ্ঠান শুনতে না আসার জেরে উত্তরাখণ্ডের (UttaraKhand) রাজধানী দেরাদুনের (Dehradun) একটি স্কুলে (school) পড়ুয়াদের (students) থেকে ১০০ টাকা করে জরিমানা (fine) নেওয়ার অভিযোগ উঠল। বিষয়টির কথা প্রকাশ্যে আসার পর বিতর্ক শুরু হয়েছে। আরও পড়ুন: Rajouri Encounter: রাজৌরিতে শহিদ হলেন জখম হওয়া আরও তিন সেনা জওয়ান
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছিল কর্তৃপক্ষের তরফে। তারপরই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর পেরেন্টস অ্যান্ড স্টুডেন্ট রাইটস (National Association for Parents and Students Rights)-এর জাতীয় সভাপতি (National president) আরিফ খান এই বিষয়ে শুক্রবার দেরাদুনের প্রধান শিক্ষা আধিকারিককে (chief education officer) চিঠি লিখে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারপরই শিক্ষা দফতরের তরফে অভিযুক্ত স্কুল কর্তৃপক্ষকে একটি নোটিস দিয়ে তিনদিনের মধ্যে জবাব তলব করেছে।