School Holiday : তেলেঙ্গনায় অতিরিক্ত বৃষ্টির জেরে বাড়ছে জলস্তর, স্কুলে ছুটি ঘোষণা রাজ্যের
শুক্রবার তেলেঙ্গনার শিক্ষা দফতরের তরফে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় প্রচুর বৃষ্টিপাতের কারণে
অতিরিক্ত বৃষ্টির জেরে বিপর্যন্ত অবস্থা তেলেঙ্গনার। গোদাবরির জল বাড়ার কারণে ভদ্রচালমে অতিরিক্ত জল বেড়ে বিপত্তি দেখা দিয়েছে।
ভদ্রাদরি কোথাগেদুমের জেলাশাসক প্রিয়াঙ্কা আলা জানিয়েছেন, "২৭ টি কলোনি এবং গ্রাম খালি করা হয়েছে, ৭৯০ টি পরিবারে ২৩২১ সদস্যকে সরিয়ে আনা হয়েছে।বুধবার রাত্রি পর্যন্ত উদ্ধারকার্য চালানো হয়েছে বলে জানান তিনি। "
এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে স্কুল ছুটি দেওয়ার কথা জানানো হল। মুখ্যমন্ত্রীর তরফে শিক্ষাদফতরের মন্ত্রীকে এই পরিস্থিতিতে এক দিনের ছুটি দেওয়ার কথা জানানো হয়েছে।
শুধু তেলেঙ্গনায় নয়, বৃষ্টির জেরে ভারতের বেশ কয়েকটি রাজ্যের অবস্থা অনেকটাই বিপর্যন্ত।উদ্ধাকার্য চালাতে নামতে হয়েছে এনডিআরএফকে।প্রবল বৃষ্টির জেরে ধ্বস নেমেছে রাস্তায়।