Sanatana Dharma Row: 'নফরত কা মেগা মল', সনাতন ধর্ম বিতর্কে ইন্ডিয়া জোটকে কটাক্ষ অনুরাগের
রাহুল গান্ধীকে খোঁচা দিয়ে অনুরাগ বলেন, আমি জানি না 'মহব্বত কা দুকান' কোথায় আছে কিন্তু 'নফরত কা মেগা মল' কোনও কোনও মানুষ খুলে ফেলছেন। সম্প্রতি ডিএমকে নেতা উদয়ানিধি স্ট্যালিন সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে।
দিল্লি, ১৫ সেপ্টেম্বর: সনাতন ধর্ম ইস্যুতে এবার বিরোধীদের ইন্ডিয়া ব্লকের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, কোন কোনও নেতা সনাতন ধর্মকে মুছে ফেলতে চাইছেন। তাঁরা 'নফরত কা মেগা মল' খুলে বসেছেন বলে কটাক্ষ করেন অনুরাগ ঠাকুর। রাহুল গান্ধীকে খোঁচা দিয়ে অনুরাগ বলেন, আমি জানি না 'মহব্বত কা দুকান' কোথায় আছে কিন্তু 'নফরত কা মেগা মল' কোনও কোনও মানুষ খুলে ফেলছেন। সম্প্রতি ডিএমকে নেতা উদয়ানিধি স্ট্যালিন সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। উদয়ানিধি স্ট্যালিনের মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এ রাজা ফের সনাতন ধর্ম নিয়ে মুখ খোলেন। যা নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়ে যায়।
বৃহস্পতিবার মধ্যপ্রদেশের বীণায় সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিরোধীদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। য়াঁরা সনাতন ধর্মকে মুছে ফেলতে চাইছেন, তাঁদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। ভোট দিয়ে তাঁদের কোনওভাবে নির্বাচিত করা যাবে না বলেও বিরোধী ইন্ডিয়া জোটের বিরুদ্ধে তোপ দাগেন প্রধানমন্ত্রী।