Sanatan Dharma Row: কোনও ধর্মের বিরুদ্ধে মন্তব্য করেননি, সনাতন ধর্ম মন্তব্য বিতর্কে বললেন খাড়গে-পুত্র প্রিয়াঙ্ক
তাঁর কাছে সংবিধানই ধর্ম বলে মন্তব্য করেন প্রিয়াঙ্ক খাড়গে। এর জন্য কেউ যদি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চান, তাহলে তার ইচ্ছা। তাঁর এই মন্তব্যের জন্য কেউ গ্রেফতার করতে চাইলেও, তাঁর কিছু করার নেই বলে মন্তব্য করেন মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক।
বেঙ্গালুরু, ৭ সেপ্টেম্বর: তিনি কোনও ধর্মের বিরুদ্ধে কোনও কথা বলেননি। তিনি শুধু বলেছেন, কোনও যে ধর্ম মানুষের মধ্যে বিভেদ তৈরি করে, তা ধর্ম নয়। সংবিধানে বিশ্বাসী তিনি। তাঁর কাছে সংবিধানই ধর্ম বলে মন্তব্য করেন প্রিয়াঙ্ক খাড়গে। এর জন্য কেউ যদি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চান, তাহলে তার ইচ্ছা। তাঁর এই মন্তব্যের জন্য কেউ গ্রেফতার করতে চাইলেও, তাঁর কিছু করার নেই বলে মন্তব্য করেন মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক। সংবিধান তাঁর কাছে ধর্ম। এই মন্তব্যে বিজেপির কী আপত্তি থাকতে পারে বলে প্রশ্ন তোলেন প্রিয়ঙ্ক খাড়গে।
দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ ছড়ানোর চেষ্টা করেন কর্ণাটকের কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে এবং তামিলনাড়ুর ডিএমকে নেতা উদয়ানিধি স্ট্যালিন। এমন অভিযোগেই ওই ২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। জানা যাচ্ছে, হর্ষ গুপ্ত এবং রামসিং লোধি নামের দুই ব্যক্তি উদয়ানিধি স্ট্যালিন এবং প্রিয়াঙ্ক কাড়গের বিরুদ্ধে দায়ের করেন অভিযোগ।