Samyukta Kisan Morcha Support Wrestlers: কুস্তুিগীরদের সমর্থন জানিয়ে দেশজুড়ে প্রতিবাদের ডাক সংযুক্ত কিষাণ মোর্চার

কুস্তিগীরদের এই দাবিকে সমর্থন জানিয়ে সারা ভারতে পথে নামছে সংযুক্ত কিষাণ মোর্চা

Photo Credit ANI

দিল্লিতে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং এর গ্রেফতারির দাবিতে ভারতের কুস্তিগীরদের প্রতিবাদ এখনও জারি রয়েছে। দিল্লির যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভে বসেছেন তারা। তবে এত দাবির সত্বেও সুপ্রিম নির্দেশে এখনও পর্যন্ত এফআইআর নেওয়া হয়েছে কিন্তু তার পর আর এগোয়নি বিষয়।

তবে এবার কুস্তিগীরদের এই দাবিকে সমর্থন জানিয়ে সারা ভারতে পথে নামছে সংযুক্ত কিষাণ মোর্চা। সূত্র অনুযায়ী দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব থেকে একটি করে দল দিল্লির যন্তরমন্তরে আসবে এবং দেখা করবে কুস্তিগীরদের সঙ্গে।

হরিয়ানার স্বাস্থ্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজও কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দিয়েছে।  কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে, বিষয়টি নিয়ে দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে এবং কুস্তিগীরদের অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে ।

এর পাশাপাশি স্বচ্ছভাবে যাতে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নির্বাচন করানো যায় সেই বিষয়টিও মাথায় রেখেছে ইন্ডিয়ান অলম্পিক অ্যাস্যোশিয়েশন।

সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে ২ টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে এর আগেও সোচ্চার হয়েছিলেন কুস্তিগীররা। তবে তাদের সেই দাবিগুলিকে খতিয়ে দেখার কথা বললেও কোনভাবেই সুরাহা হয়নি তার। তাই এবার বাধ্য হয়েই পথে নেমেছে দেশকে পদক এনে দেওয়া কুস্তিগীররা।