Salman Khan: সলমনের বাড়িতে গুলি চালানো শুভম লোনকারই বাবা সিদ্দিকিকে খুন করে, পুলিশের জাল কেটে পালিয়েই ঘটায় নির্মম হত্যাকাণ্ড
সলমন খানের বাড়ি লক্ষ্য করে যখন গুলি চালানো হয়, সেই ঘটনার মাস্টারমাইন্ড হিসেবেও উঠে আসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। এবার সেই গ্যাংয়ের দুষ্কৃতী শুভম লোনকার সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে গুলি চালায় এবং হত্যালীলা চালায় বলে খবর।
মুম্বই, ১৫ অক্টোবর: এনসিপি নেতা (NCP Leader) বাবা সিদ্দিকির (Baba Siddiqui) খুনে অভিযুক্তে শুভম লোনকারের সঙ্গে সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনার যোগ রয়েছে। সলমন খানের বাড়িতে গুলি চালানোর অভিযোগে শুভম লোনকারকে এর আগেও পুলিশ জেরা করেছে। তবে শুভম লোনকারের বিরুদ্ধে তেমন কোনও তথ্যপ্রমাণ মেলেনি বলে তাকে ছেড়ে দেয় মুম্বই পুলিশ (Mumbai Police)। পুলিশের হাতে থেকে ছাড়া পেয়েই শুভম লোনকার এনসিপি নেতা বাবা সিদ্দিকির খুনের সঙ্গে জড়িয়ে পড়ে। এমনই খবর মিলছে পুলিশ সূত্রে।
প্রসঙ্গত সলমন খানের (Salman Khan) বাড়ি লক্ষ্য করে যখন গুলি চালানো হয়, সেই ঘটনার মাস্টারমাইন্ড হিসেবেও উঠে আসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। এবার সেই গ্যাংয়ের দুষ্কৃতী শুভম লোনকার সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে গুলি চালায় এবং হত্যালীলা চালায় বলে খবর। তবে শুভম লোনকারকে পুলিশ এখনও ধরতে পারেনি। শুভম লোনকারের খোঁজ যখন মেলেনি, সেই সময় বাবা সিদ্দিকিকে খুনের বিষয়টি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঠে আসে। এমনকী সলমন খান এবং দাউদ ইব্রাহিম গ্যাংকে যে বা যারা সাহায্য করবে, তাদের পরিণতি করুন হবে বলে দেওয়া হয় হুমকি।
শুভম লোনকারের ভাইকে মুম্বই পুলিশের তরফে গ্রেফতার করা হয়। বাবা সিদ্দিকির খুনে অভিযুক্ত হিসেবেই শুভম লোনকারের ভাইকে মুম্বই পুলিশ গ্রেফতার করে। শুভম লোনকারকে বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে মনে করা হয়।
দশেরার দিন এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে লক্ষ্য পরপর গুলি চালানো হয়। প্রকাশ্যে লুটিয়ে পড়েন সলমন খান ঘনিষ্ঠ এই নেতা। আশঙ্কাজনক অবস্থায় বাবা সিদ্দিকিকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।