Sabarimala Temple: দেশজুড়ে মহামারীর প্রকোপের মধ্যেই খুলল শবরীমালা মন্দির, আজ থেকে শুরু পুজো
মালয়লি মাস চিঙ্গম শুরু হয়েছে। তাই সোমবার সকাল থেকেই কেরালার শবরীমালা মন্দিরে (Sabarimala Temple) শুরু ৫ দিনের পুজো। যা এই মাসেই হবে। দীর্ঘদিন পর গতকাল রবিবার ভগবান আইয়াপ্পার মন্দিরের দরজা খোলে। আজই শুরু হচ্ছে পুজো তবে কোভিড-১৯ প্রোটোকল অনুযায়ী মন্দির খোলা থাকলেও সেখানে দর্শণার্থীদের প্রবেশে বিধিনিষেধ জারি থাকছে। মাসিক পুজো হয়ে গেলে ২১ আগস্ট সন্ধ্যায় বন্ধ হয়ে যাবে শবরীমালার দরজা।
পাথানমথিত্তা, ১৭ আগস্ট: মালয়লি মাস চিঙ্গম শুরু হয়েছে। তাই সোমবার সকাল থেকেই কেরালার শবরীমালা মন্দিরে (Sabarimala Temple) শুরু ৫ দিনের পুজো। যা এই মাসেই হবে। দীর্ঘদিন পর গতকাল রবিবার ভগবান আইয়াপ্পার মন্দিরের দরজা খোলে। আজই শুরু হচ্ছে পুজো তবে কোভিড-১৯ প্রোটোকল অনুযায়ী মন্দির খোলা থাকলেও সেখানে দর্শণার্থীদের প্রবেশে বিধিনিষেধ জারি থাকছে। মাসিক পুজো হয়ে গেলে ২১ আগস্ট সন্ধ্যায় বন্ধ হয়ে যাবে শবরীমালার দরজা। এর আগে ত্রাবাঙ্কুর দেবস্বাম প্লেসিডেন্ট এন বাসু বলেছিলেন চলতি বছরের শবরীমালা মন্দির দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে আগামী ১৬ নভেম্বর। ওই দিন থেকেই শুরু হবে উৎসব। আরও পড়ুন-Coronavirus Cases In West Bengal: রবিবার রাত পর্যন্ত রাজ্যে নতুন কোভিড রোগী ৩,০৬৬ জন, সারাদিনে করোনার বলি ৫১
এই প্রসঙ্গে এন বাসু বলেন, দশকের পর দশক ধরে চলেছে এই উৎসব। রাজ্য সরকারের পাশাপাশি দেবস্বাম ত্রিভাঙ্কুর বোর্ডও অধীর আগ্রহে এই বার্ষিক উৎসবের অপেক্ষা করছে। যতরকম বাধা বিপত্তি থাক না কেন শবরীমালায় প্রচলিত এই উৎসবে যেন কোনওরকম বিঘ্ন না ঘটে, সেটা দেখাই এখন প্রধান উদ্দেশ্য। তবে মহামারী করোনাভাইরাসের জেরে উদ্ভূত পরিস্থিতির কারণে সমস্ত কোভিড সংক্রান্ত নিয়ম মেনেই উৎসবের আশ্বাস দিয়েছেন তিনি। মহামারী করোনার থাবায় গত ১৪ জুন শবরীমালায় পুজো হলেও মন্দিরের দরজা দর্শণার্থীদের জন্য খোলেনি। কেরালার দেবস্বাম মন্ত্রী কাদাকামপল্লি সুরেন্দ্রম জানিয়েছিলেন, ১৯ জুনে শবরীমালা মন্দিরের পূর্ব নির্ধারিত উৎসবও হয়নি। মূলত শবরীমালা তান্ত্রী ও ত্রাবাঙ্করম দেবস্বাম বোর্ডের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। শবরীমালা প্রসঙ্গে লেটেস্ট খবর দিতে গিয়ে সুরেন্দ্রন এদিন বলেন, যে মন্দ্রিরে তান্ত্রী ও ত্রাভাঙ্কর দেবস্বাম বোর্ডের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত মেনেই এবার আর জুনের বিশেষ পূজা ও উৎসবের জন্য শবরীমালা মন্দিরের দরজা ভক্তদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়নি। আগস্টের পুজোতেই সেই সিদ্ধান্ত বলবৎ রইল।