Saavan Monday: শ্রাবণের দ্বিতীয় সোমবারে দেশের বিভিন্ন শিব মন্দিরে ভক্তের ঢল, দেখুন ভিডিয়ো

একই চিত্র মধ্যপ্রদেশের কোটেশ্বর মন্দিরেও। শিবকে ফুল, মালা, বেলপাতা দিয়ে সাজিয়ে তুলছেন ভক্তরা।

শ্রাবণের দ্বিতীয় সোমবার (ছবিঃ

নয়াদিল্লিঃ আজ, ২৯ জুলাই শ্রাবণ (Saavan Month) মাসের দ্বিতীয় সোমবার। এই গোটা শ্রাবণ মাস জুড়ে শিবের (Shiva) পুজো করা হয়। সোমবার শিবের মাথায় জল ঢালেন ভক্তরা। শ্রাবণের দ্বিতীয় সোমবারে (Second Monday Of Saavan) তাই দেশের বিভিন্ন মন্দিরে ভক্তদের ঢল। শিবের মাথায় জল ঢেলেই দিনটা শুরু করছেন তাঁরা। সকাল থেকেই ঝাড়খণ্ডের দেওগড়ে উপচে পড়া ভিড়। প্রায় মধ্যরাত থেকে সেখানে হাজির হয়েছেন ভক্তরা। অন্যদিকে মধ্যপ্রদেশের উজ্জায়নেয় একই ছবি ধরা পড়েছে। সেখানেও শিবসেবায় মেতেছেন ভক্তরা। একই চিত্র মধ্যপ্রদেশের কোটেশ্বর মন্দিরেও। শিবকে ফুল, মালা, বেলপাতা দিয়ে সাজিয়ে তুলছেন ভক্তরা। অন্যদিকে হরিদ্বারে সকাল-সকাল গঙ্গায় ডুব দিয়ে শিবের পুজোয় বসছেন ভক্তরা। ক্যামেরায় ধরা পড়েছে সেই চিত্রও। প্রসঙ্গত, এই শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করেন ভক্তরা। পবিত্র শ্রাবণ মাসে অনেক মহিলাই গোটা মাস জুড়ে হাতে সবুজ চুড়ি পরে থাকেন।

মধ্যপ্রদেশের উজ্জায়ন

 মধ্যপ্রদেশের কোটেশ্বর মন্দির

হরিদ্বারের গঙ্গা

কাশী বিশ্বনাথ মন্দির