S Jaishankar: কানাডায় ভারতীয় কূটনীতিকদের ভয় দেখানো হচ্ছিল, অভিযোগ জয়শঙ্করের

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় ভারত যোগের অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী ভারত যোগের অভিযোগ তোলায় তখন ভিসা দেওয়ায় বিধিনিষেধ আরোপ করে দিল্লি।

Jaishankar, Justin Trudeau (Photo Credit: File Photo)

দিল্লি, ২৭ ফেব্রুয়ারি: গত বছর লন্ডনে (London) ভারতীয় দূতাবাসে হামলার ঘটনায় যারা যুক্ত, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবার এমনই আশা প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাশাপাশি কানাডায় যারা ভারতীয় (Indian) কূটনীতিকদের হুমকি দিচ্ছিল, তাদের বিরুদ্ধে যাতে পদকক্ষেপ করা হয়, সে বিষয়েও সওয়াল করেন জয়শঙ্কর। কানাডায় (Canada) থাকা ভারতীয় দূতাবাসের কর্মীদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। সোই কারণে কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা কড়াকড়ি শুরু করে দিল্লি। সোমবার এমনও মন্তব্য করতে শোনা যায় ভারতের বিদেশমন্ত্রীকে।

এদিকে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় ভারত যোগের অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী ভারত যোগের অভিযোগ তোলায় তখন ভিসা দেওয়ায় বিধিনিষেধ আরোপ করে দিল্লি। যা নিয়ে ভারত এবং কানাডার মধ্যে নতুন করে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।

যদিও ওই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যে ফের ভিসা প্রক্রিয়া সঠিকভাবে চলতে শুরু করে।