Jaishankar On Pakistan: জঙ্গিদের 'কারখানা' থাকলে, সেই দেশের উন্নতি হয় না, পাকিস্তানকে কটাক্ষ জয়শঙ্করের

পাকিস্তানে যেভাবে আর্থিক সঙ্কট চরমে পৌঁচেছে, সেই সময় ভারত কি সাহায্য করবে? এমন প্রশ্নের উত্তরে জয়শঙ্কর জানান, ভারত, পাকিস্তান সম্পর্কের সবচেয়ে বড় কাঁটা সন্ত্রাসবাদ। তাই সন্ত্রাসবাদের মত ইস্যুকে কখনও হালকাভাবে নেওয়া যায় না।

S Jaishankar (Photo Credit: Instagram)

দিল্লি, ২৩ ফেব্রুয়ারি: কোনও দেশ যখন সন্ত্রাসবাদ (Terrorism) থেকে বের হতে পারে না, তখন সেই দেশের উন্নতি হয় না। কোনও দেশে যদি জঙ্গিদের অবাধ কর্মকাণ্ড থাকে, তাহলে সেই দেশের উন্নয়ন হয় না। সেই দেশ সমৃদ্ধ হতে পারে না। পাকিস্তানে যখন আর্থিক সঙ্কট চরমে, তখন পড়শি দেশকে নিয়ে এমনই মন্তব্য করলেন বারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। পাকিস্তান (Pakistan) জঙ্গিদের কারখানা। ফলে সে দেশের উন্নয়ন কখনও তরান্বিত হতে পারে না বলেও মন্তব্য করেন বিদেশমন্ত্রী।

পাকিস্তানে যেভাবে আর্থিক সঙ্কট চরমে পৌঁচেছে, সেই সময় ভারত কি সাহায্য করবে? এমন প্রশ্নের উত্তরে জয়শঙ্কর জানান, ভারত, পাকিস্তান সম্পর্কের সবচেয়ে বড় কাঁটা সন্ত্রাসবাদ। তাই সন্ত্রাসবাদের মত ইস্যুকে কখনও হালকাভাবে নেওয়া যায় না।

পাকিস্তানকে সাহায্যের প্রসঙ্গে জয়শঙ্কর আরও বলেন, পড়শি দেশকে নিয়ে যদি কখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেখানে সাধারণ মানুষের আবেগকে গুরুত্ব দিতে হয়। পাকিস্তানকে সাহায্যের বিষয়ে দেশের সাধারণ মানুষের আবেগ কোন স্তরে, তা প্রত্যেকে অব্যাহত বলেও মন্তব্য করেন বিদেশমন্ত্রী।



@endif