RSS Leader Indresh Kumar Attacks BJP: 'অহঙ্কারীদের ২৪১-এ থামিয়ে দিয়েছেন রামচন্দ্র', বিজেপিকে কটাক্ষ RSS-এর ইন্দ্রেশ কুমারের
লোকসভা নির্বাচনের পর থেকেই বিজেপির বিরুদ্ধে আরএসএস কার্যত বেসুরো বাজতে শুরু করে। সম্প্রতি বিজেপির আইটি সেলের নেতা অমিত শালব্যের বিরুদ্ধ বিস্ফোরক অভিযোগ করেন আরএসএস নেতা শান্তনু সিনহা।
দিল্লি, ১৪ জুন: এবার বিজেপির (BJP) বিরুদ্ধে তোপ দাগলেন আরএসএস (RSS) নেতা ইন্দ্রেশ কুমার (Indresh Kumar)। লোকসভা নির্বাচনের মাঠে বিজেপিকে 'অহঙ্কারী' বলে তোপ দাগেন আরএসএস নেতা। পাশাপাশি ইন্ডিয় জোটকে 'রাম-বিরোধী' বলেও কটাক্ষ করেন ইন্দ্রেশ কুমার। শুধু তাই নয়, 'অহঙ্কারীদের' এবার ২৪১-এর কোটায় থামতে হয়েছে বলেও কটাক্ষ করেন ইন্দ্রেশ। সেই সঙ্গে রামের উপর যাঁদের আস্থা নেই, তাঁরা ২৩৪-এ এবার থেমে গিয়েছে বলেও ইন্ডিয়া জোটকে আক্রমণ করেন আরএসএসের এই নেতা।
আরও পড়ুন: Amit Malviya: অমিত মালব্যর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, বিবৃতি প্রকাশ বিজেপির আইটি সেলের প্রধানের
লোকসভা নির্বাচনের পর থেকেই বিজেপির বিরুদ্ধে আরএসএস কার্যত বেসুরো বাজতে শুরু করে। সম্প্রতি বিজেপির আইটি সেলের নেতা অমিত শালব্যের বিরুদ্ধ বিস্ফোরক অভিযোগ করেন আরএসএস নেতা শান্তনু সিনহা।
আরএসএস সদস্য শান্তনু সিনহা অমিত মালব্যের বিরুদ্ধ যৌন হেনস্থার অভিযোগ তুললে, তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। যা নিয়ে বিজেপিকে কার্যত চেপে ধরে কংগ্রেস-সহ বিরোধীরা। প্রসঙ্গত অমিত মালব্য আরএসএসের ওই সদস্যের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলাও করেছেন ইতিমধ্যে। ওই ঘটনা নিয়ে সমালোচনা থামতে না থামতেই এবার বিজেপিকে অহঙ্কারী দল বলে কটাক্ষ করলেন আরএসএসের ইন্দ্রেশ কুমার।