Ministry Of Shipping: বন্দর কর্মী ও শ্রমিকরা করোনায় প্রাণ হারালে পরিবার পাবে ৫০ লক্ষের ক্ষতিপূরণ, নৌ-পরিবহন মন্ত্রক

বন্দরের কর্মী ও শ্রমিকদের মধ্যে কারও মহামারী করোনাভাইরাসের (COVID-19) জেরে মৃত্যু হলে তাঁর পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। মঙ্গলবার এই ঘোষণা করল নৌ-পরিবহন মন্ত্রক। এদিকে কেন্দ্রীয় নৌ পরিবহন মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া সামুদ্রিক ইউনিয়ন ও শিপিং লাইন কোম্পানির সঙ্গে সোমবার ভিডিও কনফারেন্সে একপ্রস্থ বৈঠক সারেন। এবং এই মহামারীর জেলে বিদেশী জলসীমায় আটকে পড়া ভারতীয়দের সম্পর্কে বিশদে খোঁজখবর করেন তিনি। বিভিন্ন বন্দরে মহামারী কারণে নেওয়া সমস্তরকম সুরক্ষাবলয় যেমন স্যানিটাইজেশনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। একই সঙ্গে চলছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। বিভিন্ন বন্দরে নিয়ম করে থার্মাল স্ক্যানিংও হচ্ছে। করোনা মোকাবিলায় নিয়মিত এই পরীক্ষার ব্যবস্থা করেছে নৌ-পরিবহন মন্ত্রক।

নৌ-পরিবহন শিল্প (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ২৮ এপ্রিল: বন্দরের কর্মী ও শ্রমিকদের মধ্যে কারও মহামারী করোনাভাইরাসের (COVID-19) জেরে মৃত্যু হলে তাঁর পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। মঙ্গলবার এই ঘোষণা করল নৌ-পরিবহন মন্ত্রক। এদিকে কেন্দ্রীয় নৌ পরিবহন মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া সামুদ্রিক ইউনিয়ন ও শিপিং লাইন কোম্পানির সঙ্গে সোমবার ভিডিও কনফারেন্সে একপ্রস্থ বৈঠক সারেন। এবং এই মহামারীর জেলে বিদেশী জলসীমায় আটকে পড়া ভারতীয়দের সম্পর্কে বিশদে খোঁজখবর করেন তিনি। বিভিন্ন বন্দরে মহামারী কারণে নেওয়া সমস্তরকম সুরক্ষাবলয় যেমন স্যানিটাইজেশনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। একই সঙ্গে চলছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। বিভিন্ন বন্দরে নিয়ম করে থার্মাল স্ক্যানিংও হচ্ছে। করোনা মোকাবিলায় নিয়মিত এই পরীক্ষার ব্যবস্থা করেছে নৌ-পরিবহন মন্ত্রক।

এদিন আগেই স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত ৬২ জন। নতুন করে আক্রান্ত ১ হাজার ৫৪৩ জন। সবমিলিয়ে মঙ্গলবার দেশে মোট করোনা রোগীর (COVID-19 cases) সংখ্যা ২৯ হাজার ৪৩৫। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১ হাজার ৬৩২ জন। সুস্থ হয়ে হাপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬ হাজার ৮৬৮ জন। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৯৩৪। মহামারী ভয়বহতায় ধারাবাহিক ভাবেই এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। মঙ্গলবার সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৯০। রাজ্যে একদিনে করোনায় মৃত ২৭ জন। এটিই এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যা কেননা ৯ এপ্রিল মহারাষ্ট্রে ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়। এই বিরাট সংখ্যা মৃত্যুর পর রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ৩৬৯। আরও পড়ুন-Mumbai Police: করোনায় মৃত ৩, ৫৫ বছরের বেশি বয়সী কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ মুম্বই পুলিশের

দেশ এখন লকডাউনের দ্বিতীয় পর্যায়ে রয়েছে। যা আগামী ৩ মে শেষ হচ্ছে বলে আশা করা যেতে পারে। সংক্রমণ ঠেকাতে লকডাউন বাড়ানো হোক। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তেমন আর্জিই জানিয়েছেন।



@endif