Vijayapura Shootout: কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারের সময় বিজয়াপুরায় গুলিতে মৃত কুখ্যাত দুষ্কৃতী

আগামী ১০ মে বিধানসভা নির্বাচন হবে কর্নাটকের বিজয়াপুরা জেলায়। সেই উপলক্ষে শনিবার বিজয়পুরা শহরে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচার করছিল কুখ্যাত এক দুষ্কৃতী। সেই সময় কয়েকজন দুষ্কৃতী গাড়িতে করে এসে তাকে গুলি করে খুন করল।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

বিজয়াপুরা: আগামী ১০ মে বিধানসভা নির্বাচন হবে কর্নাটকের (Karnataka) বিজয়াপুরা (Vijayapura) জেলায়। সেই উপলক্ষে শনিবার বিজয়পুরা শহরে কংগ্রেসের (Congress) হয়ে নির্বাচনী প্রচার (Election campaigning) করছিল কুখ্যাত এক দুষ্কৃতী (rowdy-sheeter)। সেই সময় কয়েকজন দুষ্কৃতী গাড়িতে করে এসে তাকে গুলি (shot) করে খুন (murder) করল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই দুষ্কৃতীর নাম হায়দার আলি নাদাফ। তার স্ত্রী নিশাত বিজয়াপুরা শহরের পৌরসভার (Vijayapura City Corporation) কাউন্সিলার। নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে জিতে ছিলেন তিনি। শনিবার তাঁর স্বামী হায়দার আলি নাদাফ কংগ্রেসের প্রার্থীর হয়ে বিজয়াপুরা শহরে প্রচার করছিল। সেই সময় আচমকা দুষ্কৃতীরা গাড়ি করে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আরও পড়ুন: Ludhiana Gas Leak: লুধিয়ানায় গ্যাস লিকে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ২০ লক্ষ টাকার ঘোষণা জাতীয় পরিবেশ আদালতের